বিডি মেট্রোনিউজ ডেস্ক ॥হায়দরাবাদের লড়াকু সুন্দরী সানিয়া মির্জাকে জানেনা, এমন লোকের সংখ্যা বিরল।এই লড়াকু সুন্দরীকে জগৎ চিনেছে তার নিজ গুণেই।শত প্রতিবন্ধকতা সত্বেও সকল বাঁধাকে অতিক্রম করে নিজেকে এক নম্বর জায়গায় নিয়ে এসেছেন ৷ তিনি আজ বিশ্বের এক নম্বর ডাবলস টেনিস খেলোয়াড়।
সেই সানিয়া মির্জা এখন আত্মজীবনী লিখছেন। তার জীবনের এই স্বর্ণালী সময়ের চড়াই-উৎরাই-লড়াইয়ের গল্প এবার বন্দি হবে দু’মলাটে ৷
লিখেছেন টেনিসের গ্ল্যামগার্ল ও তাঁর বাবা ইমরান মির্জা৷আগামী জুলাইতে প্রকাশিত হবে সানিয়ার আত্মজীবনী ‘এস এগেইনস্ট অডস’৷হার্পার কলিনস সেই বইয়ের প্রকাশনার দায়িত্বে৷
নিজের আত্মজীবনী সম্বন্ধে সানিয়া বলেন,‘ আমি আশা করছি আমার এই বই দেশের আগামী প্রজন্মের টেনিস খেলোয়াড়দের রোডম্যাপের মতো গাইড করবে৷আমার গল্প পড়ে যদি দেশের কোনও এক খুদে তারকা ভবিষ্যতে গ্র্যান্ড স্ল্যাম নিয়ে আসতে পারে তাহলে নিজেকে ধন্য মনে করব৷’
সানিয়ার আত্মজীবনীতে তাঁর জীবনের ২৯টা বছর ফুটে উঠবে৷সানিয়া এখানে নিজের ব্যাক্তিগত সম্পর্ক থেকে শুরু করে অনান্য বিষয়ও আলোকপাত করেছেন৷