মেয়ে ভক্তদের চিঠির বন্যায় বিরক্ত মুস্তাফিজের পরিবার

বিডি মেট্রোনিউজ আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে নিজের সেরাটা জানান দিয়ে চলছেন মুস্তাফিজ। দলটির সাফল্যে বল হাতে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন বাংলাদেশি এই কাটার মাস্টার। সম্প্রতি এমন সাফল্যের পর দেশীয় ক্রিকেটভক্তরাও মুস্তাফিজকে শুভকামনা জানাতে ব্যস্ত।

২২ গজের পিচে বিশ্বের সেরা ব্যাটসম্যানদের উইকেট শিকারের পাশাপাশি মুস্তাফিজ কেড়ে নিয়েছেন অনেক বাংলাদেশি ললনার মনও। মুস্তাফিজের সঙ্গে যোগাযোগের জন্য তার ফোন নাম্বার চাইছেন মেয়ে ভক্তরা। প্রতিদিন তার নামে এমন শত শত চিঠি পেয়ে বিরক্ত মুস্তাফিজের পরিবার। সাতক্ষীরায় মুস্তাফিজের গ্রামের বাড়ির পোস্ট অফিসে অজস্র চিঠি দেখে এএফপি যাকে বলছে, ‘চিঠির বন্যা’।

শুভেচ্ছা বার্তাতেই সীমাবদ্ধ নেই চিঠিগুলো। মেয়ে ভক্তদের আপত্তিকর চিঠিগুলো মোটেও পছন্দ করছেন না মুস্তাফিজের বাবা আবুল কাশেম। এ জন্য পোস্ট অফিসে গিয়ে চিঠিগুলো বাড়িতে পাঠাতে নিষেধ করেছেন তিনি।

৭০ বছর বয়সি মুস্তাফিজের বাবার ভাষ্য, ‘আমি পোস্ট অফিসে গিয়ে বলে এসেছি যেন চিঠিগুলো বাড়িতে না পাঠায়। মুস্তাফিজ এখনো বাচ্চা। তাকে এখন শুধু ক্রিকেটে মন দিতে হবে। কিভাবে আরও উন্নতি করা যায় সে দিকটা দেখতে হবে।’

 

 

Print Friendly, PDF & Email

Related Posts