রোববারের এইচএসসি পরীক্ষা পেছাল হরতালে

বিডি মেট্রোনিউজ জামায়াতে ইসলামীর ডাকা হরতালের কারণে আগামী ৮ মে রোববারের এইচএসসি ও সমমানের পরীক্ষা একদিন পিছিয়েছে।

বৃহস্পতিবার রাতে আন্তঃবোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি অধ্যাপক মো. মাহবুবুর রহমান জানান, ৮ মে’র পরীক্ষাগুলো আগামী ৯ মে সোমবার একই সময়ে অনুষ্ঠিত হবে।

এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় সারাদেশের ১২ লাখ শিক্ষার্থী অংশ নিচ্ছে।

একাত্তরে মানবতাবিরোধী অপরাধে মতিউর রহমান নিজামীকে দেওয়া মৃত্যুদণ্ড পুনর্বিবেচনার আবেদন বৃহস্পতিবার সর্বোচ্চ আদালত খারিজ করে দেন। এর প্রতিবাদের রোববার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত সারাদেশে হরতাল ডাকে জামায়াতে ইসলামী।

Print Friendly, PDF & Email

Related Posts