মুস্তাফিজে হিমসিম গুজরাট

বিডি মেট্রোনিউজ ডেস্ক শুক্রবার হায়দরাবাদের রাজিব গান্ধি ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে টস হেরে ব্যাট মুস্তাফিজসহ হায়দরাবাদ সানরাইজার্সের অন্য পেসারদের আঁটসাট বোলিংয়ে ৬ উইকেটে হারিয়ে ১২৬ রান তুলতে পারে গুজরাট। বিস্ফোরক ব্যাটসম্যানে ঠাসা গুজরাট লায়ন্সের ব্যাটসম্যানদের জন্যও রহস্য হয়ে থেকেছেন মুস্তাফিজুর রহমান। চার ওভারে ১৭ রান দিয়ে দিনেশ কার্তিক ও রবিন্দ্র জাদেজার উইকেট নিয়েছেন এই তরুণ বাঁহাতি পেসার।

ষষ্ঠ ওভারে বোলিং করতে এসেই উইকেট পেতে পারতেন মুস্তাফিজ। তার অফ স্টাম্পের বাইরের কাটার সজোরে লেগে খেলতে চেয়েছিলেন ব্রেন্ডন ম্যাককালাম। মুস্তাফিজের চাতুর্যের সঙ্গে পেরে উঠেননি, বল বাইরের কানায় লেগে পয়েন্টে ক্যাচ উঠে যায়। কিছুটা পিছিয়ে দুইবারের চেষ্টায়ও ক্যাচ তালুবন্দি করতে পারেননি শিখর ধাওয়ান, বেঁচে যান ম্যাককালাম।

তবে সেই ওভারেই আঘাত হানেন মুস্তাফিজ। তার বল ফ্লিক করতে গিয়ে ব্যাটের কানায় লেগে ব্যাক ওয়ার্ড পয়েন্টে ক্যাচ দেন দিনেশ কার্তিক। চমৎকার এক ডাইভিং ক্যাচে বাকি কাজটুকু সারেন কেন উইলিয়ামস।

চতুর্দশ ওভারে ফিরেন মুস্তাফিজ। সেই ওভারে তার কাছ থেকে এক রানের বেশি নিতে পারেনি গুজরাটের ব্যাটসম্যানরা। সেই চাপ সামলাতে পারেননি সব মিলিয়ে তিনশ’ আর আইপিএলে নিজের শততম ম্যাচ খেলতে নামা ডোয়াইন ব্রাভো। পরের ওভারের প্রথম বলেই ছক্কা হাঁকাতে গিয়ে সীমানায় ক্যাচ দিয়ে ফিরে যান তিনি।

নিজের তৃতীয় ওভারে ফিরে ৬ রান দেন মুস্তাফিজ। পরের ওভারে ফিরে প্রথম বলেই রবিন্দ্র জাদেজাকে বিদায় করেন এই তরুণ বাঁহাতি পেসার। তার স্লোয়ার-কাটার উড়িয়ে মারতে গিয়ে মিড অফে ক্যাচ দেন জাদেজা।

শেষ ওভারে অ্যারন ফিঞ্চের হাতে একটি ছক্কা খাওয়ার পরও মুস্তাফিজের বোলিং ফিগার দুর্দান্ত, ৪-০-১৭-২। টুর্নামেন্টে আট ম্যাচে মুস্তাফিজের উইকেট হলো ১০টি।

৩৪ রানে প্রথম চার ব্যাটসম্যানকে হারানো গুজরাটের ত্রাতা ফিঞ্চ। ৪২ বলে অপরাজিত ৫১ রানের কার্যকর এক ইনিংস খেলেন তিনি। অধিনায়ক রায়না ফিরেন ১০ বলে ২০ রানের ঝড়ো ইনিংস খেলে।

Print Friendly, PDF & Email

Related Posts