কালবৈশাখী
কালবৈশাখী ঝড়ের মতো
মাধবী আছড়ে পড়ে আমার ওপর
পাতা ঝরে পড়ে তীব্র কম্পন
শোণিত বাতাসের শাঁ শাঁ শব্দে
মুখরিত মাধবী উল্লসিত দুরন্ত
সে যেন ভেঙে চুরে আমায়
নতুন করে গড়ে
আমি দাঁড়িয়ে থাকি নিশ্চুপ
মাধবী বয়ে যায়
আমার অস্তিত্বের ওপর দিয়ে নিরন্তর
কোথায় তুমি
মাধবী, তুমি কি দূরতম কোন দ্বীপ
কোন ভাবেই পাইনা তোমার নাগাল
কপালে লাল টিপ পরে কি ভাবো অমন করে
চুড়িতে তোমার রিনিরিনি শব্দ
মৃদু বাতাসে এলোমেলো চুল
ঠোঁট দুটি তৃষ্ণার্ত
চোখে মায়াবী আগুন
বাতাসের মতো ঘিরে রেখেছি তোমায়
তবু তুমি কতো দূরে
মাধবী, তুমি কোথায়?