বিডি মেট্রোনিউজ ডেস্ক॥ খেলতে খেলতে মাঠে ঢলে পড়ে মৃত্যু হয়েছে দিনামো বুখারেস্তের ক্যামেরুনিয়ান মিডফিল্ডার প্যাট্রিক একেংয়ের। ভিতোরুলের বিপক্ষে গত শুক্রবার রোমানিয়ার লিগের ম্যাচটিতে ৬২তম মিনিটে বদলি হিসেবে মাঠে নেমেছিলেন ২৬ বছর বয়সী একেং। ৮ মিনিট পরই মাঠে লুটিয়ে পড়েন তিনি। এর দুই ঘণ্টা পর হাসপাতালে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।
ক্যামেরুনের ফুটবল অ্যাসোসিয়েশন সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে একেংয়ের মারা যাওয়ার খবরটি নিশ্চিত করে। তার সাবেক ক্লাব স্পেনের করদোবা টুইটারে শোক প্রকাশ করে।দিনামো বুখারেস্ত এক বিবৃতিতে একেংয়ের পরিবারের প্রতি সমবেদনা জানায়।
একেংয়ের হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে গিয়েছিল বলে ধারণা করা হচ্ছে। সঙ্গে সঙ্গেই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দলের খেলোয়াড় আর স্টাফদের সেই সময় কাঁদতে দেখা যায়।
২০০৩ সালে ফ্রান্সে কনফেডারেশন্স কাপে কলম্বিয়ার বিপক্ষে ম্যাচ খেলার সময় মাঠে ঢলে পড়ার পর মারা গিয়েছিলেন ক্যামেরুনের আরেক মিডফিল্ডার মার্ক-ভিভিয়েন ফো।
https://www.youtube.com/watch?v=4Hg-TbDOFYk