আজ মাঠে নামছে সাকিব-মুস্তাফিজের দল

 

বিডি মেট্রোনিউজ ডেস্ক আইপিএলে চলতি আসরে সাকিবের চেয়ে মুস্তাফিজই বেশি সফল। আলো ছড়িয়েছেন প্রত্যেকটি ম্যাচেই! বাংলাদেশের এই কাটার মাস্টার ছিলেন সানরাইজার্স হায়দরাবাদের নিয়মিত একাদশে। সাকিবের ক্ষেত্রে তেমনটা হয়নি। কিছু ফর্মহীনতার কারণে কলকাতা নাইট রাইডার্সের একাদশে বিশ্বসেরা অলরাউন্ডার ছিলেন আসা-যাওয়ার মিছিলে।

আজ রোববার ভিন্ন ম্যাচে মাঠে নামছে সাকিব-মুস্তাফিজের দল। আগে খেলতে নামবে মুস্তাফিজের হায়দরাবাদ। তাদের প্রতিপক্ষ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ানস। ম্যাচটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে চারটায়। ইডেন গার্ডেনে রাত সাড়ে ৮টায় সাকিবের দল কেকেআর স্বাগত জানাবে গুজরাট লায়ন্সকে। দুটি ম্যাচই সরাসরি সম্প্রচার করতে চ্যানেল নাইন, সনি ইএসপিএন ও সনি সিক্স।

নিজেদের আগের ম্যাচে কেকেআর ও হায়দরাবাদ দু’দলই জয় পেয়েছে। মুস্তাফিজ-ভুবনেশ্বর-শিখরের অসাধারণ নৈপুণ্যে হায়দরাবাদ হারিয়েছে গুজরাটকে, ৫ উইকেটের ব্যবধানে। অপরদিকে রাসেল-উথাপ্পা-গম্ভীরের কল্যাণে কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে ৭ রানের রোমাঞ্চকর জয় তুলে নিয়েছে সাকিবের কেকেআর।

৯ ম্যাচ খেলে ৬টিতে জয় ও ৩টিতে পরাজয়ের স্বাদ পেয়েছে কলকাতা নাইট রাইডার্স। ১২ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষেই রয়েছে শাহরুখ খানের মালিকাধীন দলটি। হায়দরাবাদের অবস্থান চতুর্থ। মুস্তাফিজের দলের ভাণ্ডারে সঞ্চিত আছে ১০ পয়েন্ট। ৮ ম্যাচ খেলে হায়দরাবাদ হেরেছে ৩টিতে, আর জয় পেয়েছে বাকি ৫টিতে। ১০ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে গুজরাট। তৃতীয় স্থানটি রয়েছে দিল্লি ডেয়ারডেভিলসের দখলে। ৯ ম্যাচে তাদের সংগ্রহ ১০। আর ৯ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে মুস্বাইয়ের অবস্থান পঞ্চম।

Print Friendly, PDF & Email

Related Posts