আইসিজিবি’র নতুন গভর্নিং কাউন্সিলের দায়িত্ব গ্রহণ

দি ইনস্টিটিউট অব সার্টিফাইড জেনারেল অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিজিএবি) এর নতুন গভর্নিং কাউন্সিল মঙ্গলবার ( ৮ ফেব্রুয়ারী ২০২২) দায়িত্ব গ্রহণ করেছে।

নব নির্বাচিত প্রেসিডেন্ট সিজিএ মুহাম্মদ মামুনুর রশিদ এফসিজিএ -এর নেতৃত্বে নতুন কমিটি দায়িত্ব বুঝে নেন।

দায়িত্ব গ্রহণের পরে নবনির্বাচিত প্রেসিডেন্ট মামুন বলেন, ইনষ্টিটিউট ও হিসাব পেশার মানোন্নয়নে সকল হিসাববিদগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। প্রতিষ্ঠানের সঠিক আর্থিক বিবরণী প্রস্তুত করে ব্যবসা বানিজ্যের উন্নয়ন ও সরকারের রেভিনিউ সংগ্রহের মাধ্যমে দ্রুত দেশের অর্থনৈতিক উন্নয়নে হিসাববিদদের গুরুত্বপূর্ণ ভুমিকা রাখতে হবে।

তিনি হিসাব পেশার মানোন্নয়নে সরকার ও সংশ্লষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।

এসময় আরো বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সিজিএ মোঃ মিজানুর রহমান সরকার এফসিজিএ ও ভাইস প্রেসিডেন্ট সিজিএ শেখ মনোয়ার হোসেন এফসিজিএ।

উক্ত অনুষ্ঠানে কাউন্সিল মেম্বারদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, সিজিএ মোঃ মনোয়ার হোসেন এফসিজএ, সিজিএ এবিএম মাসুম খান এফসিজিএ, সিজিএ মোহাম্মদ আইনুর রশিদ দিপু এফসিজিএ, সিজিএ পল্লব কুমার মহলানবীশ এফসিজিএ, সিজিএ ড. মোঃ সাখাওয়াত হোসেন চৌধুরী এফসিজিএ এবং সিজিএ আরিফ আহমদ এফসিজিএ।

উল্লেখ্য, এ কাউন্সিল তিন বছরের জন্য নির্বাচিত হয়েছে।

Print Friendly

Related Posts