মুস্তাফিজ বোলিংয়ে কাঁপলো আইপিএল

রোববার বিশাখাপত্নমের ড. ওয়াই এস রাজাশেখর রেড্ডি এসিএ-ভিডিসিএ ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৩ উইকেটে ১৭৭ রান করে হায়দরাবাদ। জবাবে ১৬ ওভার তিন বলে ৯২ রানে অলআউট হয়ে যায় মুম্বাই।

লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারায় মুম্বাই। মুস্তাফিজ বোলিংয়ে আসার আগে ৯ ওভারে ৫০ রান তুলতেই ফিরে যায় দলটির প্রথম ছয় ব্যাটসম্যান।

অধিনায়ক ডেভিড ওয়ার্নার এদিন একটু দেরিতে বোলিংয়ে আনেন মুস্তাফিজকে। নিজের প্রথম বলেই অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াকে উইকেটরক্ষক নামান ওঝার ক্যাচে পরিণত করে উইকেট-শিকার উৎসবে যোগ দেন তিনি।

ম্যাকক্লেনাগানের উইকেট নিয়ে এবারের আইপিলে তার পেছনেই উইকেট শিকারিদের তালিকায় দুই নম্বরে উঠে এলেন মুস্তাফিজ। সাড়া জাগানো এই পেসারের উইকেট হলো ১৩টি, ম্যাকক্লেনাগানের চেয়ে একটি কম। হায়দরাবাদের অভিজ্ঞ বাঁহাতি পেসার আশিস নেহরা ৩ উইকেট নেন ১৫ রানে।

এর আগে ওয়ার্নার সঙ্গে ধাওয়ানের ৮৫ রানের উদ্বোধনী জুটি হায়দরাবাদকে ভালো সূচনা এনে দেয়। ৬ রানের মধ্যে ওয়ার্নার (৩৩ বলে ৪৮) ও কেন উইলিয়ামসনের দ্রুত বিদায়ে চাপে পড়ে হায়দরাবাদ।

তবে যুবরাজ সিংয়ের (২৩ বলে ৩৯) সঙ্গে ধাওয়ানের আরেকটি ৮৫ রানের জুটিতে বড় সংগ্রহ গড়ে হায়দরাবাদ। ৮২ রানে অপরাজিত থাকেন ধাওয়ান। তার ৫৭ বলের ইনিংসটি গড়া ১০টি চার ও একটি ছক্কায়।

এই জয়ে ৯ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে আপাতত শীর্ষে উঠে এসেছে হায়দরাবাদ। কলকাতা নাইট রাইডার্স ও গুজরাট লায়ন্সের মধ্যকার দিনের দ্বিতীয় ম্যাচের জয়ী দল উঠবে শীর্ষে।

আজ ক্রিকইনফোর হিসেবটা ছিল ‍এরকম…

Bowling O M R W Econ 0s 4s 6s
View wicket B Kumar 3 0 23 1 7.66 9 4 0 (1w)
View wickets A Nehra 3 0 15 3 5.00 12 1 1
View wickets BB Sran 3.3 0 18 2 5.14 13 3 0 (1w)
View wicket MC Henriques 4 0 18 1 4.50 10 1 0
View wickets Mustafizur Rahman 3 0 16 3 5.33 8 1 0 (2w)
Print Friendly, PDF & Email

Related Posts