আজ শুভ মাঘী পূর্ণিমা

আজ বুধবার শুভ মাঘী পূর্ণিমা। বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব। একই সঙ্গে দিনটি বৌদ্ধদের কাছে একটি ঐতিহাসিক দিনও। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে শুভ মাঘী পূর্ণিমা উদযাপন উপলক্ষে রাজধানীসহ দেশজুড়ে আজ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানমালার আয়োজন রয়েছে।

গত বছরের মতো এবারও করোনা স্বাস্থ্যবিধি মেনে মাঘী পূর্ণিমার আয়োজন হবে। এ উপলক্ষে বড় আয়োজন রয়েছে রাজধানীর মেরুল বাড্ডার আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে।

সেখানে বাংলাদেশ বুড্ডিস্ট ফেডারেশনের দিনব্যাপী অনুষ্ঠানমালায় রয়েছে ভিক্ষু সংঘের প্রাতঃরাশ গ্রহণ, বুদ্ধপূজা ও সীবলী পূজা, বুদ্ধমূর্তি ও সীবলী মূর্তির জীবন্যাস, অষ্ঠপরিষ্কারসহ সংঘদান, ভিক্ষু সংঘের প্লিদান, অতিথি ভোজন, পবিত্র ত্রিপিটক পাঠ এবং আলোচনাসভা।

এ ছাড়া সব বৌদ্ধ বিহারে ধর্মীয় কার্যাদি ও বুদ্ধপূজা উৎসর্গের পর বিকেলে ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

Print Friendly

Related Posts