সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে মনোনয়ন চান বিপ্লব

নিজস্ব প্রতিবেদক : সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদের ২০২২-২৩ সেশনের নির্বাচন আগামী ১৫ ও ১৬ মার্চ অনুষ্ঠিত হবে।
এই নির্বাচনের প্রার্থিতা সুপ্রিম কোর্ট অঙ্গনে শুরু হয়েছে নানা আলাপ-আলোচনা। আইনজীবীদের মনে প্রশ্ন, এবারের নির্বাচনে কে হচ্ছেন কোন ব্যানারের প্রার্থী। এছাড়া জানা গেছে, সুপ্রিম কোর্ট বারের নির্বাচনে এবার পাইলট প্রকল্প হিসেবে সাতটি পদে ডিজিটাল পদ্ধতিতে ভোট অনুষ্ঠিত হবে।
আসন্ন সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচনে সহ- সম্পাদক পদে মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট মোঃ শাহারিয়া কবির বিপ্লব ।
বিপ্লব বলেন, আইনজিবী সাধারণ মানুষের সেবা দিয়ে এসেছি এবার সহকর্মীদের সেবায় নিজেকে নিয়োজিত করতে চাই। করোনা মহামারীতে হারিয়েছি পরিবার পরিজনের অনেককেই। হারিয়েছি অনেক সহকর্মীকে। মানুষতো মানুষের জন্যই। করোনা কালীন সময় আমরা অনেকেই যার যার অবস্থান থেকে অন্যের পাশে এসে দাঁড়িয়েছি। সেই অভিজ্ঞতাকে এবার আইন পেশায় সাংগঠনিক ভাবে সকলকে সাথে নিয়ে কাজে লাগাতে চাই।এজন্যই আসন্ন সুপ্রিম কোর্ট বারের নির্বাচনে সকল বিজ্ঞ আইনজীবীগনের সমর্থন কামনা করছি।
Print Friendly

Related Posts