বিডি মেট্রোনিউজ ॥ বিচারকদের সইয়ের পর যুদ্ধাপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত আমির মতিউর রহমান নিজামীর রিভিউ আবেদন খারিজের রায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানোর পর পড়ে শোনানো হয়েছে তাকে। তবে প্রাণভিক্ষার ব্যাপারে কী বলেছেন; তা বলতে রাজি হননি কারা কর্তৃপক্ষ।
সোমবার সন্ধ্যা ৭টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ডেপুটি রেজিস্টার কেশব রায়ের নেতৃত্বে সাত সদস্যের একটি দল কঠোর নিরাপত্তায় রিভিউ খারিজের অনুলিপি কেন্দ্রীয় কারাগারে নিয়ে যান। কেন্দ্রীয় কারাগারের তত্ত্বাবধায়ক জাহাঙ্গীর কবিরের কাছে সেটি হস্তান্তর করে তারা সোয়া ৭টার দিকে বেরিয়ে যান।
নাজিমুদ্দিন রোডে গিয়ে দেখা যায়, ঢাকা কেন্দ্রীয় কারাগারে আশপাশে কঠোর নিরাপত্তা। পুলিশ-র্যাব ও কারারক্ষীরা আশপাশ সতর্ক প্রহরায় রয়েছেন। আশপাশ এলাকায় ফুটপাতের দোকান তুলে দেওয়া হয়।