রেজিস্ট্রি কমপ্লেক্সে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন

বৃহস্পতিবার (১৭ মার্চ) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে দোয়া মাহফিল ও পথ শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয় ৷

সকালে পথ শিশুদেরকে নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনের কেক কাটেন ঢাকা জেলা রেজিস্ট্রার সাবিকুন নাহার।

তিনি বলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমাদের সকলের হৃদয়ে লালন করতে হবে। জাতির পিতার সোনার বাংলাদেশ তৈরী করতে সকলে মিলে কাজ করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশের সুফল জনগণের দোর গোড়ায় পৌঁছে দিতে হবে ৷

ঢাকা জেলা রেজিস্ট্রার সাবিকুন নাহার পথ শিশুদের মাঝে নিজ হাতে খাবার বিতরণ করেন ৷ এসময় উপস্থিত ছিলেন ঢাকা সদর সাবরেজিস্ট্রার শাহ আলম, বাড্ডার জাহাঙ্গীর আলম, ধানমন্ডির ওমর ফারুক, খিলগাঁও এর সফিউল বারী, সূত্রাপুরের আজমল হোসেন, গুলশানের শাহ আশরাফ উদ্দিন ভুঁইয়া, উত্তরার রফিকুল ইসলাম, পল্লবীর জাহাঙ্গীর আলম, মোহাম্মদ পুর সাজ্জাদুল কবির, সদর রেকর্ড রুমের মোঃ ফারুক হোসেন ও তেজগাঁও এর সাবরেজিস্ট্রার স্মৃতি কণা দাস ৷

এছাড়াও বাংলাদেশ রেজিস্ট্রেশন এমপ্লয়ীজ এসোসিয়েশন, ঢাকা শাখার সভাপতি হেলেনা খাতুন, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, বাংলাদেশ দলিল লেখক সমিতির সিনিয়র সহ-সভাপতি ফরিদুল ইসলাম বাহাদুর, সাংগঠনিক সম্পাদক শাখাওয়াত হোসেন খন্দকার ও নাসির উদ্দিন, বাংলাদেশ এক্সট্রা মোহরার নকলনবিস এসোসিয়েশন ঢাকা জেলা শাখা সহ-সভাপতি মীর সোহাগ হোসেন প্রমুখ।

Print Friendly, PDF & Email

Related Posts