ঢাকা ক্যান্টনমেন্ট থেকে নিউ জলপাইগুড়িতে চলাচলকারী মিতালী আন্তঃদেশীয় যাত্রীবাহী ট্রেনের সময়সূচি ও ভাড়া নির্ধারণ করা হয়েছে। আগামী ২৭ মার্চ এ ভাড়া কার্যকর হবে।
বাংলাদেশ রেলওয়ে মহাপরিচালকের কার্যালয় এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ট্রেনটি নিউ জলপাইগুঁড়িতে ছাড়বে রোববার ও বুধবার নিউ জলপাইগুঁড়িতে সময় ১১.৪৫ (আইএসটি) ও হলদিবাড়িতে ১২.৫৫/১৩.০৫ (আইএসটি), চিলাহাটিতে ১৩.৫৫/১৪.২৫ (বিএসটি) এবং ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশনে পৌঁছাবে ২২.৩০ (বিএসটি)।
একইভাবে ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশন থেকে সোমবার ও বৃহস্পতিবার ২১.৫০ (বিএসটি) ছেড়ে চিলাহাটি ০৫.৪৫/০৬.১৫ (বিএসটি), হলদিবাড়িতে ০৬.০০/০৬.০৫ (আইএসটি), নিউ জলপাইগুড়ি পৌঁছাবে ০৭.১৫ (আইএসটি)।
রেলের প্রাপ্য ভাড়া, ভ্যাট, ট্রাভেল ট্যাক্সসহ সর্বমোট ভাড়া নির্ধারণ করা হয়েছে এসি বার্থ ৪৯০২ টাকা, এসি সিট ৩৮০২ টাকা, এসি চেয়ার ২৭০১ টাকা।
পাঁচ বছর বয়স পর্যন্ত অপ্রাপ্ত বয়স্ক যাত্রী টিকিটের ক্ষেত্রে ৫০ শতাংশ ভাড়া প্রযোজ্য হবে।
ট্রেন কম্পোজিশন এসি (বার্থ/সিট) চারটি, এসি চেয়ার চারটি, ব্রেক ভ্যানসহ পাওয়ার কার রয়েছে দুটি।