প্রধানমন্ত্রীর কাছে রেলওয়ে পোষ্য সোসাইটির কৃতজ্ঞতা

রেলওয়েতে ৫০ শতাংশ পোষ্য কোটার নির্দেশ প্রধানমন্ত্রীর  


২২ মার্চ (মঙ্গলবার) একনেক সভায় রেলওয়েতে ৪০ থেকে ৫০ শতাংশ জনবল পারিবারিক (পোষ্য) কোটা থেকে নিয়োগের নির্দেশ দেওয়ায়  প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছে বাংলাদেশ রেলওয়ে পোষ্য সোসাইটি।

সংবাদ মাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে রেলওয়ে পোষ্য সোসাইটির কেন্দ্রীয় সভাপতি মোঃ মনিরুজ্জামান মনির বলেন, রেলওয়ে নিয়োগ বিধিমালা ৮৫’র পূর্বে রেলওয়ের কোন কর্মচারী অবসরে গেলে যোগ্যতা অনুযায়ী পরিবারের একজন সন্তানকে নিয়োগ দেওয়া হতো। ৮৫’র নিয়োগ বিধিমালায় তা ৪০% করা হয়েছে। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য কোটা থাকলেও নিয়োগের ক্ষেত্রে যথাযথভাবে তা সংরক্ষণ করা হয় না।

তিনি আরো বলেন, বাংলাদেশ রেলওয়ে একটি সম্পূর্ণ বিশেষায়িত টেকনিক্যাল প্রতিষ্ঠান। রেলওয়ের কর্মপদ্ধতি এবং কর্মকর্তা—কর্মচারীদের পদ—পদবী অন্যকোন মন্ত্রণালয় বা বিভাগ থেকে সম্পূর্ণ আলাদা। রেলওয়ে তাদের স্বতন্ত্র আইন দ্বারা পরিচালিত হয়ে আসছে এবং চলমান স্বতন্ত্র প্রক্রিয়ায় পরিচালনা করা উচিত। কিন্তু রেলওয়ে ক্যাডার বহির্ভূত কর্মচারী নিয়োগ বিধিমালা ২০২০ সংশোধনে ১৮ সদস্যের কমিটি গঠন হলেও সংশোধন প্রক্রিয়া অত্যন্ত ধীর গতিতে চলছে। নিয়োগ বিধিমালা ২০২০—এ বাংলাদেশ রেলওয়ে নিয়োগ ব্যুরো বাতিল করে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনকে দায়িত্ব প্রদান করা হয়েছে। নিয়োগ প্রক্রিয়া যথাসময়ে সম্পন্ন করতে হলে রেলওয়ে নিয়োগ বাস্তবায়ন বোর্ড/কমিটি গঠনের বিকল্প নেই।

রেলওয়ে পোষ্য সোসাইটির সভাপতি বলেন, রেলওয়ের পারিবারিক (পোষ্য) কোটা ৫০ শতাংশ বাস্তবায়ন করতে হলে পোষ্যের সংজ্ঞা সংশোধন, নিয়োগ পদ্ধতি, পদোন্নতির মাধ্যমে নিয়োগ, ১১—২০ গ্রেডের নিয়োগে বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চল মহাব্যবস্থাপককে কর্মচারী নিয়োগের ক্ষমতা প্রদান এবং রেলওয়ে নিয়োগ বাস্তবায়ন বোর্ড/কমিটি গঠনের পাশাপাশি প্রতিটি রেলওয়ে কর্মচারীর পরিবার থেকে কমপক্ষে একজন পোষ্যের চাকরি নিশ্চিত করতে হবে।

Print Friendly, PDF & Email

Related Posts