বিদ্রোহ ও বিদ্রোহের প্ররোচনায় সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে ‘আনসার ব্যাটালিয়ন আইন-২০২২’ এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সোমবার (২৮ মার্চ) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৈঠকের শুরুতেই ‘মুজিবনগর বিশ্ববিদ্যালয় মেহেরপুর আইন-২০২২’, ‘অথরিটি টু ইনোভেশন এটুআই আইন-২০২২’ এর খসড়া অনুমোদন ও রমজানের সকল সরকারি, আধা সরকারি স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য সকাল ৯টা থেকে বিকাল সাড়ে তিনটা পর্যন্ত অফিস সময়সূচি অনুমোদন করা হয়।
পরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, আনসার ব্যাটালিয়ন আইনের খসড়ায় বলা হয়েছে, বাহিনীর সদস্যরা অপরাধ করলে দুটি আদালত থাকবে। একটি সংক্ষিপ্ত আনসার ব্যাটালিয়ান আদালত, আরেকটি বিশেষ আনসার আদালত।
এই দুই আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করার জন্য একটি আপিল ট্রাইব্যুনাল থাকবে বলেও জানান তিনি।