বিডি মেট্রোনিউজ॥ উত্তেজনার ম্যাচে রাইজিং পুনে সুপারজায়ান্টকে হারিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। দলের ৪ রানের জয়ে মিতব্যয়ী বোলিংয়ে দারুণ অবদান রাখেন মুস্তাফিজুর রহমান। মঙ্গলবার বিশাখাপত্তনমের ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ১৩৭ রান করে হায়দরাবাদ। জবাবে ৮ উইকেটে ১৩৩ রানের বেশি করতে পারেনি পুনে।
প্রথম তিন ওভারে ৫ রান দেওয়া ভুবনেশ্বর কুমারের শেষ ওভারে ১৫ রান নিয়ে ম্যাচ অনেকটা নিজেদের দিকে নিয়ে আসেন মহেন্দ্র সিং ধোনি ও থিসারা পেরেরা।
শেষ দুই ওভারে ২২ রান প্রয়োজন, এমন সময়ে নিজের চতুর্থ ওভারটি করতে আসেন মুস্তাফিজ। তার সেই ওভার থেকে ৮ রানের বেশি নিতে পারেনি ধোনি-থিসারার মতো বিস্ফোরক দুই ব্যাটসম্যান।
মুস্তাফিজ ১৯তম ওভারে ৮ রান দেওয়ায় ম্যাচ আবার হেলে পড়ে হায়দরাবাদের দিকে। জয়ে জন্য শেষ ওভারে পুনের প্রয়োজন ছিল ১৪ রান। আশিস নেহরার চতুর্থ বলে ছক্কা হাকিয়ে ধোনি প্রয়োজনটা নামিয়ে আনেন ২ বলে ছয় রানে।
পরের বলে ধোনির রান আউটে জয়ের পথে এগিয়ে যায় হায়দরাবাদ। শেষ বলে সজোরে হাঁকাতে গিয়ে নামান ওঝার চমৎকার ডাইভিং ক্যাচে পরিণত হন অ্যাডাম জ্যামপা।
পুরো ম্যাচেই সমীহ করার মতো বল করেছেন মুস্তাফিজ। পুনের ব্যাটসম্যানরা সমীহ করেই খেলেছেন তাকে। তরুণ এই বাঁহাতি পেসারের চার ওভার থেকে মাত্র একটি চার হাঁকাতে পেরেছেন পুনের ব্যাটসম্যানরা।
এর আগে শিখর ধাওয়ান (৩৩), কেন উইলিয়ামসন (৩২) ও যুবরাজ সিংয়ের (২৩) ব্যাটে লড়াইয়ের পুঁজি গড়ে হায়দরাবাদ। প্রত্যাশিত ঝড় তুলতে পারেননি ওয়ার্নার। সর্বোচ্চ রান সংগ্রাহক ধাওয়ানও চড়াও হতে পারেননি পুনের বোলারদের ওপর।
এদিন আলো ছড়িয়েছেন পুনের অ্যাডাম জ্যামপা। হায়দরাবাদের দুই উদ্বোধনী ব্যাটসম্যান ছাড়া পতন হওয়া বাকি ছয় উইকেটেই নেন অস্ট্রেলিয়ান লেগ স্পিনার। এজন্য তার খরচ হয় ১৯ রান। টি-টোয়েন্টিতে এই প্রথম কোনো ম্যাচে তিন উইকেটের বেশি পেলেন এই তরুণ বোলার।