মার্চ আমাদের মুক্তি ও স্বাধীনতার মাস: প্রকৌশলী সবুর

মার্চ আমাদের মুক্তি ও স্বাধীনতার মাস, বলেছেন বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং আইইবি’র প্রাক্তণ প্রেসিডেন্ট প্রকৌশলী মো. আবদুস সবুর।

মুজিববর্ষ, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মহান স্বাধীনতা দিবস ২০২২ উদযাপন উপলক্ষে “স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ে মার্চ মাসের তাৎপর্য” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

তিনি বলেন, বঙ্গবন্ধুর সুযোগ্য উত্তরাধিকার দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে উন্নত আধুনিক বাংলাদেশের যে অগ্রযাত্রা অব্যাহত রয়েছে তা কেউ রুখতে পারবে না।

গত সোমবার বিকালে আইইবি কাউন্সিল হলে অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি ছিলেন- প্রকৌশলী মোহাম্মদ হোসাইন ভাইস-প্রেসিডেন্ট (এএন্ডআই) আইইবি, প্রকৌশলী খন্দকার মনজুর মোর্শেদ ভাইস-প্রেসিডেন্ট (এএন্ডএফ) আইইবি, প্রকৌশলী এস এম মনজুরুল হক মঞ্জু, ভাইস-প্রেসিডেন্ট (এসএন্ডডব্লিউ), আইইবি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকৌশলী মো. নুরুজ্জামান, ভাইস-প্রেসিডেন্ট (এইচআরডি) আইইবি।

স্বাগত বক্তব্য প্রদান করেন আইইবি’র সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. শাহাদাৎ হোসেন (শীবলু) পিইঞ্জ.।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন প্রকৌশলী শেখ তাজুল ইসলাম তুহিন সহকারী সাধারণ সম্পাদক (প্রশাসন ও অর্থ) আইইবি।

Print Friendly

Related Posts