ম্যাকি ওয়াদুদ এর দুটি ভালোবাসার কবিতা

ভালোবাসি

ভালোবাসি ফুল
ভালোবাসি পাখি
ভালোবাসি শুধু
তোমার যুগল আঁখি।
ভালোবাসি আকাশ
ভালোবাসি বাতাস
ভালোবাসি শুধু
তোমার উষ্ণ শ্বাস।
ভালোবাসি রোদ
ভালোবাসি বৃষ্টি
ভালোবাসি শুধু
তোনার সৃজন সৃষ্টি।
ভালোবাসি জীবন
ভালোবাসি মরণ
ভালোবাসি শুধু
দুজনে দুজন।

 

ধুসর বসন্ত

তোমার সবুজ সমতল
প্রকৃতির ধানক্ষেতে
ব্যাঙ ডাকছে পরমানন্দে।
আর আমার জাম পাহাড়ে
ঝরাপাতার মর্মর ধ্বনিতে
হৃদয় নাচছে সুখানন্দে।
ভাটফুল ছাওয়া মেঠোপথে
ধুলো উড়িয়ে পথ চলি
তোমার বিরহ শূন্যতায়
শুনি পাখির কলকাকলি।
আমি তুমি দুজন
করি বসবাস
উত্তর দক্ষিণ দুই প্রান্তে।
বিবর্ণ মাঠপ্রান্তরজুড়ে
করি সহবাস
বিরাগ তপ্ত ধুসর বসন্তে।

Print Friendly

Related Posts