উত্তরবঙ্গের পথে স্বস্তিতে ফিরছে মানুষ

ঈদে ঘরমুখী মানুষ উত্তরবঙ্গের পথে স্বস্তিতে বাড়ি ফিরছে। ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পূর্বপাড় পর্যন্ত ১৪ কিলোমিটার সড়কে মধ্যরাত থেকে বেলা ১২টা পর্যন্ত থেমে থেমে যান চললেও বর্তমানে যান চলাচলের চাপ কম।

শনিবার (৩০ এপ্রিল) বেলা বাড়তে থাকার পাশাপাশি যান চলাচলে স্বস্তি আসে। এই পরিস্থিতি বিগত বছরের তুলনায় একেবারেই ভিন্ন চিত্র। এবার ঈদে দীর্ঘ যানজটের কবলে না পড়ে নিরাপদে বাড়ি ফিরতে পেরে উচ্ছ্বাসিত ঘরমুখী মানুষজন।

যানজট নিরসনে সমন্বিত পরিকল্পনা ও বাস্তবায়ন এবং মহাসড়কে যানবাহনের চাপ কমে আসায় এ পরিস্থিতির বলে জানিয়েছে পুলিশ।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, অতীতের যেকোনো সময়ের চেয়ে এবার ঘরমুখো মানুষের ঈদ যাত্রা স্বস্তিদায়ক।

শনিবার সকালে রাজধানীর মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন ।

ওবায়দুল কাদের বলেন, গাজীপুর এলেঙ্গা মহাসড়কের অবস্থাও ভালো। পরিবহনগুলো নিবির্ঘ্নে চলাচল করছে। সড়কে আইন শৃঙ্খলা বাহিনী তৎপর আছে।

তিনি বলেন,অতিরিক্ত ভাড়া না নেওয়া জন্য বাস মালিক ও শ্রমিকদের নির্দেশ দেওয়া হয়েছে।

‘‘যেসকল পরিবহনে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মাঠে আমাদের নির্বাহী ম্যাজিট্রেট আছে। কোনো পরিবহন অতিরিক্ত ভাড়া আদায় করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।’’

বাস মালিকরা অতিরিক্ত ভাড়া নেওয়া কথা অস্বীকার করলেও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, অভিযোগ যেহেতু আসছে তাহলে অবশ্যই অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে। যারাই অতিরিক্ত ভাড়া নিবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Print Friendly, PDF & Email

Related Posts