চোখের জলের বিন্দু পেতে
একটি মেয়ে আসে, অতঃপর হৃদয়ের কিনারায় দাঁড়ায়
হাত ধরে ঝাউ বনে হেঁটে চলার স্বপ্ন দেখায়-
উত্তাল সমুদ্রের তীরে আলোড়ন জাগিয়ে তারা ভরা রাতে
আমাকেই ভেঙে চুরমার করল একটি মেয়ে তাহার আঘাতে।
জীবনের এই শেষ সময় শূন্যে শূন্যে ঘুরে
খুঁজে পেতে চেয়েছিলাম তোমায় চলে গিয়ে অনেক দূরে।
আমি চাই আমার জন্য তোমার চোখের জলের বিন্দু পেতে
আর দেখেছি সন্ধ্যা বেলায় লাল সূর্যকে সাগরে ডুবে যেতে।
একটি মেয়ে অল্পআয়ু সোনালি রৌদ্রে আবার আসত যদি
আনন্দ অনাবিল হত-প্রাণ নির্মল আর মেয়েটি নির্ঝর নদী।