খুলে যাওয়ার প্রথম দিনে ব্যাংক পাড়ায় ঈদের আমেজ

কয়েকদিনের ঈদের ছুটির পর আজ ব্যাংক-বিমাসহ অন্যান্য সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান খুলেছে।

বৃহস্পতিবার (৫ মে) খুলে যাওয়ার প্রথম দিনে ব্যাংক পাড়ায় কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ছিল ঈদের আমেজ, তবে গ্রাহকদের উপস্থিতি ছিল কম। রাজধানীর মতিঝিল, দিলকুশা ঘুরে এমনই চিত্রই দেখা গেছে।

ঈদের ছুটি শেষে অফিসে যোগদানের প্রথম দিনে ব্যাংক পাড়ায় কর্মকর্তা-কর্মচারীদের ঈদের কুশল বিনিময়ে ব্যস্ত থাকতে দেখা যায়। এদিন ব্যস্ততা কম থাকায় অনেকেই অলস সময় পার করেন। তাছাড়া কিছু কর্মকর্তা কর্মচারী ছুটিতে থাকায় চেয়ার টেবিল অনেকটা ফাঁকা পড়ে আছে। গ্রাহকদের উপস্থিতি কম থাকায় লেনদেনেও রয়েছে ধীরগতি।

ব্যাংক কর্মকর্তাদের সঙ্গে আলাপকালে তারা জানান, ঈদের ছুটির পর আজ ব্যাংক খুললেও কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতি স্বাভাবিকের তুলনায় কম। কারণ অনেকেই ৫ মে ব্যক্তিগতভাবে ছুটি নিয়েছেন। তাতে তারা টানা নয় দিন ছুটি কাটাবেন। তাছাড়া ব্যবসা প্রতিষ্ঠানে কার্যক্রম শুরু না হওয়ায় বড় ধরণের কোন লেনদেন হচ্ছে না। যা হচ্ছে তা ছোট ছোট লেনদেন। আগামী সপ্তাহ থেকে ব্যাংকগুলোতে পুরোপুরি লেনদেন শুরু হবে বলে আশা করছেন তারা।

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ফরেন এক্সচেঞ্জ করপোরেট শাখার এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট একেএম কাউছার আলম বলেন, ঈদের ছুটির পর গ্রাহকদের চাপ কম। স্বাভাবিক লেনদেন চলছে। কর্মকর্তাদের মধ্যে কুশল বিনিময়ের মাধ্যমে ঈদের আমেজেই কাটছে আজ। তাছাড়া কর্মকর্তারা ব্যাংকের অভ্যন্তরীণ কিছু কাজে ব্যস্ত সময় পার করছেন।

উল্লেখ্য, সাধারণ সময়সূ‌চি অনুযায়ী সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্যাংকে লেনদেন হবে। তবে অন্যান্য কার্যক্রমের জন্য ব্যাংক খোলা থাক‌বে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

 

Print Friendly, PDF & Email

Related Posts