একের পর এক ম্যাচে অসাধারণ পারফরম্যান্সের পর একটু সাধারণের কাতারে নেমে এলেন মুস্তাফিজুর রহমান। পেরে উঠল না তার দল সানরাইজার্স হায়দরাবাদও।
৪ ওভারে ৩৯ রান দিয়ে উইকেট পাননি মুস্তাফিজ। এবারের আইপিএলে এটিই তার সবচেয়ে খরুচে বোলিং। এর আগে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ৪ ওভারে দিয়েছিলেন ৩২ রান।
এই ম্যাচে কাটার খুব একটা করতেই দেখা যায়নি মুস্তাফিজকে। ফুল লেংথ বোলিংয়ের প্রচেষ্টাও বেশ কবার হয়ে গেছে ফুল টস কিংবা হাফ ভলি। ৪ ওভারে হজম করেছেন ৩টি চার, ২টি ছক্কা।
হায়দরাবাদ ম্যাচ হেরে গেছে অবশ্য মূলত ব্যাটিং ব্যর্থতায়। শুরুটা তাদের ভালোই ছিল। ৩০ বলে ৪৬ রানের ইনিংসের পথে টানা দুই আইপিএলে ৫০০ রানের মাইলফলক পেরিয়েছেন ডেভিড ওয়ার্নার। শিখর ধাওয়ান করেছেন ৩৪, কেন উইলিয়ামসন ২৪।
কিন্তু দলকে এগিয়ে নিতে পারেননি হায়দরাবাদের পরের ব্যাটসম্যানরা। প্রথম ১০ ওভারে রান ছিল ১ উইকেটে ৮০, পরের ১০ ওভারে ৭ উইকেট হারিয়ে তারা তুলতে পারে মাত্র ৬৬।
১৪৬ রান তাড়ায় দিল্লিকে উড়ন্ত সূচনা এনে দেন ডি কক (৩১ বলে ৪৪)। এক ওভারেই দুই উইকেট নিয়েছিলেন ময়জেস হেনরিকেস। কিন্তু সঞ্জু স্যামসন (২৬ বলে ৩৪*) ও রিশাভ পান্ত (২৬ বলে ৩৯*) অনায়াসেই জিতিয়ে দেন দলকে। মুস্তাফিজকে দুটি ছক্কাই মেরেছেন বাঁহাতি পান্ত।
আগের ম্যাচেও উইকেটশূন্য ছিলেন মুস্তাফিজ। তবে কিপটে বোলিংয়ে অবদান রেখেছিলেন দলের জয়ে। এদিন মৌসুমে প্রথমবারের মত ছিলেন সত্যিই বিবর্ণ।