বিডি মেট্রোনিউজ ॥ প্রতি বছরের মতো এবারও এসএসসিতে ১০০% পাসের কৃতিত্ব দেখিয়েছে রাজধানীর বনফুল আদিবাসী গ্রীনহার্ট কলেজ।
এ বছর বনফুল আদিবাসী গ্রীনহার্ট কলেজ থেকে বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগ থেকে বাংলা ও ইংরেজি মাধ্যমে ৯৮ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষা দেয়। পাসের হার ১০০%। পাসকৃতদের মধ্যে জিপিএ-৫ পায় ৩৭ জন এবং এ গ্রেড পেয়েছে ৬১ জন। জিপিএ-৫ অর্জনের হার ৩৭.৭৫%।
ধারাবাহিকভাবে এসএসসিতে আশানুরূপ ফলাফল অর্জনের ব্যাপারে বনফুল আদিবাসী গ্রীনহার্ট কলেজের প্রতিষ্ঠাতা ভেন. প্রজ্ঞানন্দ মহাথেরো বলেন, আমাদের শিক্ষক-শিক্ষিকাগণ খুবই আন্তরিক। অভিভাবকদের সহযোগিতা ও ছাত্র-ছাত্রীদের প্রচেষ্টার ফলে আমরা শতভাগ সফলতা ধরে রাখতে পেরেছি।
ভেন. প্রজ্ঞানন্দ মহাথেরো সাফল্যময় ফলাফল অর্জনের জন্য সকল শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, অভিভাবকগণ এবং সংশ্লিষ্ট সকলের প্রতি শুভেচ্ছা ও আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, ২০০৪ সালে প্রতিষ্ঠিত বনফুল আদিবাসী গ্রীনহার্ট কলেজ প্রতি বছরই পিইসি, জেএসসি, এসএসসি এবং এইচএসসিতে শতভাগ পাসের ধারা বজায় রাখছে।