খালেদা জিয়ার হার্ট অ্যাটাক, রিং পরানো হয়েছে

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার হার্টে একটি ব্লক (৯৯%) ধরা পড়ার পর রিং পরানো হয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

খালেদা জিয়া হঠাৎ অসুস্থবোধ করলে শুক্রবার (১০ জুন) রাত ২টা ৫৫ মিনিটে তাকে নিয়ে গুলশানের বাসভবন থেকে এভারকেয়ার হাসপাতালের উদ্দেশে রওয়ানা দেওয়া হয়। রাত ৩টা ২০ মিনিটে তাকে এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তির সময় বেগম খালেদা জিয়ার সঙ্গে ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের নেতারা।

পরে খালেদা জিয়ার চিকিৎসায় ১৮ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে ১৮ সদস্যের এই মেডিকেল বোর্ডে হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক মোমিন-উজ জামান ও অধ্যাপক সামস মনোয়ারও ছিলেন।

তারা বিএনপি চেয়ারপারসনের একুয়েট করোনারি হার্ট অ্যাটাকের সূত্র ধরে এনজিওগ্রাম করার সিদ্ধান্ত নেয় মেডিকেল বোর্ড। পরে তার হার্টে একটি (৯৯%) ব্লক ধরা পড়লে রিং পরানো হয়।

Print Friendly

Related Posts