পদ্মা সেতুতে ব্যবহৃত যন্ত্রাংশ নিয়ে জাদুঘর তৈরির নির্দেশ

পদ্মা সেতু তৈরিতে ব্যবহৃত সব যন্ত্রাংশ নিয়ে ফরিদপুরের ভাঙ্গা অংশে জাদুঘর তৈরি করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

একনেক পরবর্তী সংবাদ সম্মেলনে একথা জানান পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম। পদ্মা সেতু নির্মাণের সাথে যুক্ত সকলের নাম সেতু এলাকায় ফলক করে লিখে রাখার কথাও জানিয়েছেন প্রধানমন্ত্রী।

মঙ্গলবার (১৪ জুন) একনেক সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে শামসুল আলম জানান, আগামী ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধনের দিন সেতু নির্মাণে যুক্ত সকল কর্মকর্তা, কর্মচারি ও শ্রমিকদের সঙ্গে ছবি তুলবেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী ও একনেকের চেয়ারপার্সন শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্স যুক্ত হন একনেক সভায়। সভায় জাতীয় অর্থনৈতিক নির্বাহী কমিটি- একনেক প্রায় ১০ হাজার ৮৫৫ কোটি ৬০ লাখ টাকা ব্যয় সম্বলিত ১০টি প্রকল্প অনুমোদন দিয়েছে।

সভায় অনুমোদন পাওয়া প্রকল্পগুলোর মধ্যে হাওর এলাকার মদনপুর-দিরাই-শালনা-আজমেরীগঞ্জ রাস্তা পুনর্নিমাণ ও কালভার্ট হওয়ার যে পরিকল্পনা অনুমোদিত হয়েছে সেই প্রকল্পে কালভার্টের পরিবর্তে বড় বড় ব্রিজ করার অনুশাসন দিয়েছেন প্রধানমন্ত্রী।

Print Friendly, PDF & Email

Related Posts