মুস্তাফিজ শো সাড়ে ৪টায়

বিডি মেট্রোনিউজ ডেস্ক আইপিএলের ৪৬তম ম্যাচে কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে মাঠে নামছে সানরাইজার্স হায়দ্রাবাদ। মোহালির আইএস বিন্দ্রা স্টেডিয়ামের এই ম্যাচটি জিতলেই চলতি আসরের প্লে-অফ নিশ্চিত করবে ডেভিড ওয়ার্নার বাহিনী। বাংলাদেশ সময় বিকেল সাড়ে চারটায় ম্যাচটি অনুষ্ঠিত হবে।

হায়দ্রাবাদের হয়ে সেরা সময় কাটাচ্ছেন বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান। তবে গত দুই ম্যাচে উইকেট শূন্য থেকেছেন তিনি। আর শেষ ম্যাচে ঘরের মাঠে দিল্লি ডেয়ারডেভিলসের বিপক্ষে হারও মানে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দলটি।

তবে ব্যাটিংয়ে ওয়ার্নার-ধাওয়ান-উইলিয়ামসনদের সঙ্গে যদি মুস্তাফিজ-ভুবেনশ্বর-নেহেরারা বোলিংয়ে জ্বলে উঠতে পারেন তবে জয় পাওয়াটা হায়দ্রাবাদের জন্য স্বাভাবিক। আর এ জয়ই প্রথম দল হিসেবে তাদের নিয়ে যাবে প্লে-অফে।

এদিকে আসরে পয়েন্ট টেবিলে নিচ থেকে দুই নম্বরে থাকা পাঞ্জাব এখনও আশা ছাড়েনি। কারণ শেষ তিন ম্যাচে তারা জয় তুলে নিয়েছে। তবে হাশিম আমলা, ডেভিড মিলার ও গ্লেন ম্যাক্সওয়েলরা নিজেদের সেরা অবস্থায় নেই। অস্ট্রেলিয়ার অলরাউন্ডার মার্কাস স্টোইনিস ব্যাটে-বলে দারুণ খেলছেন। এছাড়া অধিনায়ক মুরালি বিজয়ের ব্যাটেও রানের ধারা বইছে।

Print Friendly, PDF & Email

Related Posts