পদ্মা সেতুতে প্রথম টোল দিলেন মোটরসাইকেল আরোহী আমির

পদ্মা সেতুর মাওয়া অংশে রোববার (২৬ জুন) প্রথম মোটরসাইকেলের টোল দিলেন আমির, ট্রাকের টোল দিলেন ড্রাইভার সিপু, যাবেন বরিশাল।

মাওয়া অংশে প্রথম সর্বসাধারণের জন্য টোল প্লাজা খুলে দেওয়ার কথা থাকলে রাত থেকে সেখানে ভিড় করে হাজার হাজার মোটর সাইকেল ট্রাক বাস ও অন্যান্য যানবাহন।

নির্ধারিত সময়ের ১৫ মিনিট আগে খুলে দেওয়া হয় মাওয়া অংশের টোল প্লাজা।

প্রথম মোটরসাইকেল চালক মো. আমির বলেন, আমি সার্থক যে প্রথম টোল দিয়েছি।

মাওয়া দিয়ে টোল দেওয়া প্রথম ট্রাকের চালক সিপু বলেন, আমি খুশি খুব ভালো লাগছে।

তবে সেতু কর্তৃপক্ষ বলছে, মোটর সাইকেল ট্রাক বাসের জন্য আলাদা লেন আছে টোল কাউন্টারে, তবে টাকা নেওয়া হচ্ছে হাতে হাতে।

এর আগে শনিবার (২৫ জুন) সকাল ১১টায় মাওয়া প্রান্তে পদ্মা সেতুর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর ফলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রায় ২১ জেলার সঙ্গে সড়ক পথে যোগাযোগের নতুন দিগন্ত সূচিত হলো। ফলে আনন্দিত এসব এলাকার সাধারণ মানুষ।

Print Friendly, PDF & Email

Related Posts