বিডি মেট্রোনিউজ ডেস্ক ॥ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আজ অনুষ্ঠিত আন্ত:বিভাগ ক্রিকেট প্রতিযোগিতার ফাইনাল খেলায় অর্থনীতি বিভাগ ১৩ রানে প্রত্নতত্ত্ব বিভাগকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে।
আজ সকালে টসে জিতে অর্থনীতি বিভাগ প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ ইউকেট হারিয়ে ১৭০ রান করে। নোমান ৬৯ রান। জবাবে প্রতœতত্ত্ব বিভাগ ৮ ইউকেটের বিনিময়ে ১৫৭ রান করতে সমর্থ হয়। জসিম ৫৫ রান। ইদ্রিস ৪/১৪ ইউকেট। ম্যান অব দ্যা ম্যাচ ইদ্রিস।
প্রো-উপাচার্য অধ্যাপক ড. আবুল হোসেন খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। পুরস্কার বিতরণকালে অন্যান্যদের মধ্যে প্রতিযোগিতা পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক ড.এটিএম আতিকুর রহমান, শারীরিক শিক্ষা অফিসের পরিচালক মো. সিফাতুল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।