‘ঈদের এ কয়েকটা দিন কোনও ডায়েট নয়। বেশি বেশি খাওয়া-দাওয়া করুন। জিম তো করাই যাবে। তবে ঈদের সময় ডায়েট করতে হবে এর একদম পক্ষে নই আমি।তাই সবাই বেশি করে খাবেন। ’
এমনটাই মনে করেন ঢাকাই চলচ্চিত্রের প্রথম কাতারের অভিনেত্রী শবনম ইয়াসমিন বুবলী। ঈদে একটি ভিডিও বার্তায় এমনটাই বললেন তিনি। যদিও তিনি শরীরচর্চার বিষয়ে বেশ মনোযোগী। তারপরেও অন্তত ঈদের দিনে তার এই বিশেষ অভিমত। তবে করোনার বিষয়ে সতর্ক থাকতে বলেছেন ভক্তদের।
বুবলী বলেন, ‘আমার ভীষণ ভালো লাগছে আমরা এখনো সুস্থ ও ভালো আছি। তবে আমাদের একটি কথা অবশ্যই মাথায় রাখতে হবে, গত তিন বছর যাবত কোভিড যাচ্ছে, আসছে। এটার প্রকোপ কিন্তু এখনো আছে। তাই নিজেদের ভালো রাখার জন্য সমস্ত বিধি নিষিধ মেনে ঈদ উদযাপন করব। অবশ্যই আমরা স্বাস্থ্যবিধি মেনে চলব। ’
শুধু নিজে ভালো থাকলে হবে না। আশেপাশের মানুষকে নিয়ে ভালো থাকতে হবে। এমন আহবান বুবলীর। বললেন, ‘যতটুকু সম্ভব আশেপাশের মানুষদের নিজ সামর্থ্য অনুযায়ী সহায়তা করুন। শুধু ঈদের দিন নয়, বছরের প্রতিটি দিন আশেপাশের মানুষদের নিয়ে ভালো থাকুন। ’
এবারের ঈদে বুবলী অভিনীত ‘লিডার: আমিই বাংলাদেশ’নামের একটি সিনেমা মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত শাকিবের কারণেই সেটি মুক্তি পায়নি বলে চলচ্চিত্র সংশ্লিষ্ট একটি সূত্র থেকে জানা গেছে।
ভিডিও লিংক: