ঈদের দিন সকাল সাড়ে ৯টা থেকে নিয়ে বেলা ২টা পর্যন্ত ৯১ জন চিকিৎসা নেন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে। কোরবানির গরু কাটতে গিয়ে হাত-পা ও মাথা কেটে এবং গরুর গুঁতোয় আহত হয়েছেন তারা। এদের মধ্যে গরুর সিংয়ের গুঁতোয় আহত হয়েছেন ৯ জন।
আহতদের বেশির ভাগ এসেছে বংশাল, ওয়ারী, লালবাগ, পোস্তগোলা, কামরাঙ্গীরচর, রামপুরা, মতিঝিল, খিলগাঁও, হাজারীবাগ, চানখাঁরপুল, চকবাজার থেকে।
ঢাকার বাইরে মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ সদর, বন্দর, রূপগঞ্জ ও সোনারগাঁও এলাকা থেকেও এসেছেন কেউ কেউ।
ওয়ারী থেকে আসা টুকু মিয়া পেশাদার কসাই। তিনি বলেন, ‘আমি ১৫ বছর ধইরা কসাইয়ের কাজ করি। আমার বাপ-চাচারাও কসাই আছিল।’
কীভাবে আহত হলেন- এমন প্রশ্নে তিনি জানান, ওয়ারীর র্যাঙ্কিং স্ট্রিট এলাকায় একটি বাসায় গরু জবাইয়ের সময় সেটি লাফিয়ে উঠে তার শরীরে আঘাত করে। তিনি ছিটকে পড়ে দেয়ালে আঘাত পান। এতে তার মাথা এবং শরীরে ব্যথা লাগে।
আহতদের কাউকে ভর্তি হতে হয়নি। বেশির ভাগ লোকেরই হাত কাটা, পা কাটা, আঙুল কাটা, গাল কাটা।