দেশে এক কোটি পশু কোরবানি

পবিত্র ঈদুল আজহায় দেশে প্রায় এক কোটি পশু কোরবানি হয়েছে বলে জানিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

সোমবার (১১ জুলাই) মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. ইফতেখার হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ওই সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ বছর পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সারা দেশে কোরবানিকৃত গবাদি পশুর সংখ্যা ৯৯ লাখ ৫০ হাজার ৭৬৩ টি। এর মধ্যে ছিল গরু, ছাগল, ভেড়া ও উট।

ঈদের আগে মন্ত্রণালয় থেকে জানানো হয়েছিল, এবার কোরবানির জন্য এক কোটি ২১ লাখ ২৪ হাজার ৩৮৯টি পশু প্রস্তুত করা হয়েছে।

প্রাণিসম্পদ অধিদপ্তরের তথ্যমতে, গত বছর কোরবানিযোগ্য পশুর সংখ্যা ছিল এক কোটি ১৯ লাখ ১৬ হাজার ৭৬৫টি।

Print Friendly

Related Posts