রাজধানীর বনানীর ঢাকা-ময়মনসিংহ সড়কে ভোরে একটি যাত্রীবাহী বাস উল্টে এক পথচারী নিহত হয়েছেন। আজ (বুধবার) বনানী কবরস্থান সংলগ্ন ২৩ নম্বর রোডের উল্টোপাশে সকাল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত পথচারীর নাম রঞ্জু শেখ (৩৫)। তিনি একটি ভবনের সিকিউরিটি গার্ড হিসেবে চাকরি করতেন।
তার বাড়ি রাজবাড়ীতে। ঘাতক বাস জব্দ করা হলেও চালকতে পাওয়া যায়নি।
বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আজম মিয়া জানান, নিহত রঞ্জু শেখের মরদেহ উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর চালক-হেলপার বা অন্য কোনো যাত্রীকে ঘটনাস্থলে দেখা যায়নি। এ ঘটনায় আইনানুগ পদক্ষেপ নেওয়া হচ্ছে।
এদিকে আজ বুধবার (১৩ জুলাই) ভোরে লক্ষ্মীপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে দ্রুতগামী একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় এক ব্যক্তি নিহত হয়েছেন। এসময় নারীসহ আরও সাত বাসযাত্রী আহত হন। নিহত ব্যক্তি ট্রাকচালকের সহযোগী (হেলপার) বলে জানা গেছে। তবে তার নাম-পরিচয় জানা যায়নি।
ভোরে সদর উপজেলার হাজিরপাড়া ইউনিয়নের চরচামিতা বাজার এলাকায় লক্ষ্মীপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় আহতরা হলেন- মনির হোসেন, সুমাইয়া আকতার, সাইফুল ইসলাম, আবুল খায়ের, রয়েলসহ সাতজন। এর মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, যাত্রী নিয়ে ইকোনো পরিবহনের একটি বাস লক্ষ্মীপুর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। চরচামিতা এলাকায় পৌঁছলে দ্রুতগামী বাসটি একটি দাঁড়িয়ে থাকা ট্রাককে সজোরে ধাক্কা দেয়। এসময় বিকট শব্দ হয়। প্রচণ্ড ধাক্কায় বাসের সামনের দিকে থাকা সাত যাত্রী আহত হয়েছেন। ঘটনাস্থলে ট্রাকচালকের সহকারী (হেলপার) নিহত হন।
লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন বলেন, আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে।