রাজধানীতে উল্টে গেলো যাত্রীবাহী বাস, হাসপাতালে ১৯

রাজধানীতে যাত্রাবাড়ীর মাতুয়াইল মেডিক্যালের সামনে বন্ধন পরিবহন নামের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে বাসের ১৯ জন যাত্রী আহত হয়েছেন।

শুক্রবার (২২ জুলাই) সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।  নারায়ণগঞ্জ থেকে যাত্রীবাহী বাসটি ভোরে ঢাকার উদ্দেশে রওনা হয়। এ সময় মাতুয়াইল মেডিকেল সংলগ্ন ইউলুপের কাছাকাছি বাসটি উল্টে যায়।

পরে আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।

আহতরা হলেন-কামাল উদ্দিন (২৫), রফিক (৩৪), মুন্নি (২২), রাজ্জাক (৫৫), রাহাত (২০), রফিক (৩২), রুবেল (৩০),  মোসলেম (২৫), শুকুর (২৫), রওশন (২২), নাসিমা (৫৫), কামরুল (৪২), রাফিসহ (৭) ১৯ জন।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, যাত্রাবাড়ীর মাতুয়াইল মেডিক্যালের সামনে বন্ধন পরিবহনের একটি বাস উল্টে ১৯ যাত্রী আহত হয়েছেন। তারা সবাই ঢাকা মেডিক্যালের জরুরি বিভাগে চিকিৎসাধীন।

Print Friendly

Related Posts