স্থানীয় দৈনিক ব্যাংকক পোস্টের বরাত দিয়ে বিবিসি’র প্রতিবেদনে বলা হয়, থাইল্যান্ডের প্রায় সব মেরিন ন্যাশনাল পার্কই মে মাসের মাঝামাঝি থেকে অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত বন্ধ থাকে। কারণ ওই সময় দেশটিতে বর্ষা মৌসুম হওয়ার প্রচুর বৃষ্টিপাত হয়। কিন্তু অক্টোবরের পরও কোহ তাচাই দ্বীপ এবার আর পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে না।
সিমিলান ন্যাশনাল পার্কটি পর্যটক এবং ডাইভারদের কাছে খুবই জনপ্রিয়। ন্যাশনাল পার্কস, ওয়াইল্ডলাইফ এবং প্ল্যান্টস কনজারভেশন অধিদপ্তরের পরিচালকের বরাত দিয়ে ব্যাংকক পোস্ট বলেছে, কোহ তাচাই দ্বীপ এবং আশেপাশের সমুদ্রাঞ্চলের পরিবেশ পূর্বাবস্থায় ফিরিয়ে আনতে দ্বীপটি বন্ধ করা হচ্ছে। পর্যটকদের উৎপাতে পরিবেশের ক্ষতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগেই এটি বন্ধ করা হবে।
স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, কোহ তাচাই দ্বীপে ৭০ জন পর্যটক ধারণ ক্ষমতা থাকলেও মাঝে মাঝে সেখানে পর্যটকের সংখ্যা হাজার ছাড়িয়ে যায়। সেইসঙ্গে খাবারের দোকান ও ভাড়ায় চালিত নৌকাও থাকে। যা দ্বীপটির জন্য বড় ধরনের হুমকি হয়ে দাঁড়িয়েছে।
অপূর্ব সুন্দর সৈকত ও দ্বীপের কারণে প্রতি বছর থাইল্যান্ডে লাখ লাখ পর্যটক সমাগম হয়।