জঙ্গিবাদে উস্কানিদাতারাই নুরুল ইসলাম ফারুকীর হত্যাকারী

আলোচনা সভায় বক্তারা

নিজস্ব প্রতিবেদক: ইসলাম ধর্মের অপব্যাখ্যাকারী ও জঙ্গিবাদে উস্কানিদাতাদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার কারণেই নুরুল ইসলাম ফারুকীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

শনিবার (২৭ আগস্ট) জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে জনপ্রিয় টিভি প্রোগ্রাম ‘কাফেলা’ অনুষ্ঠানের উপস্থাপক শহীদ আল্লামা নুরুল ইসলাম ফারুকী (রহ:) দিবস উপলক্ষে এক আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন ৷

আহলে সুন্নত যুব পরিষদের সভাপতি ফিরোজ আলম খোকনের সভাপতিত্বে আয়োজিত স্মরণ সভার আহবায়ক মাওলানা কামরুল আহসান আলকাদেরী স্বাগত বক্তব্য রাখেন, মাওলানা সাদেকুর রহমান খান এবং শফিক আল মোজাদ্দেদীর পরিচালনায় আরো বক্তব্য রাখেন, পীরে তরিকত সৈয়দ মুসলিম উদ্দিন ফকির নূরী আল কাদরী, পীরে তরিকত আল্লামা হাবিবুল্লাহ আল কাদেরী, অধ্যাপক ড আবু ফাতাহ মুহাম্মদ মহি উদ্দিন, পীরে তরিকত আল্লামা হাবিবুল্লাহ আল কাদেরী, আহলে সুন্নত ওয়াল জামাতের নির্বাহী মহাসচিব মাওলানা আনম মাসউদ হোসাইন আল-ক্বাদেরী, অধ্যাপক এম এ মোমেন প্রমুখ ৷

স্মরণ সভায় বক্তাগণ শহীদ নুরুল ইসলাম ফারুকী হত্যার বিচার দাবি করে বলেন, ইসলাম ধর্ম তথা কুরআন হাদিসের অপব্যাখ্যা করে যারা শান্তির ধর্ম ইসলামে বিভেদ সৃষ্টি করছে, সাধারণ মানুষকে বিভ্রান্ত করে জঙ্গিবাদের দিকে উস্কে দিচ্ছে, শহীদ নুরুল ইসলাম ফারুকী সর্বদা তাদের বিরুদ্ধে সোচ্চার ছিলেন, তিনি বলিষ্ঠ কন্ঠে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করতেন। জঙ্গিবাদের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষে কাজ করতেন। দেশের ইলেকট্রনিক্স মিডিয়াতে ইসলামী অনুষ্ঠান করে তিনি তাদের মুখোশ উন্মোচনে অগ্রনী ভূমিকা রেখে আসছিলেন, শুধু এই কারণেই সেই উগ্রবাদী গোষ্ঠি তার কন্ঠ চিরতরে স্তব্দ করে দিতে পরিকল্পিতভাবে তাকে হত্যা করে।

উল্লেখ যে, ২০১৪সালে ২৭ আগস্ট নিজ বাসভবনে তাকে নির্মমভাবে গলাকেটে হত্যা করা হয় ৷

বক্তারা আইন ও বিচার ব্যবস্থার প্রতি জনগণের আস্থা সমুন্নত রাখার স্বার্থে, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত পূর্বক এই নির্মম হত্যাকান্ডের বিচার দ্রুত শেষ করতে সরকারের প্রতি জোর দাবি জানান ৷

Print Friendly

Related Posts