মুস্তাফিজের হায়দরাবাদ আজ দিল্লির মুখোমুখি

বিডি মেট্রোনিউজ ডেস্ক পাঞ্জাবের বিপক্ষে নিজেদের সবশেষ ম্যাচে সাত উইকেটে জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে প্লে-অফ নিশ্চিত করেছে সানরাইজার্স হায়দরাবাদ। তাই হাতে থাকা বাকি দুটি ম্যাচে নিয়ম রক্ষার জন্যই মাঠে নামছে মুস্তাফিজুর রহমানের দলটি। এর প্রথমটিতে আজ দিল্লি ডেয়ারডেভিলসের মুখোমুখি হচ্ছে তারা।

খেলা শুরু হবে রাত সাড়ে ৮ টায়।

হায়দরাবাদের জন্য নিয়ম রক্ষার ম্যাচ হলেও শেষ চারের আশা বাঁচিয়ে রাখতে বাকি দুই ম্যাচে জয়ের বিকল্প নেই দিল্লির। তবে এই দুই ম্যাচে জহির খানের দলটিকে শুধু জিতলেই হবে না তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচের ফলাফলের ওপরও। তবে নিজেদের আত্মবিশ্বাসে ভাটির টান না লাগাতে দিল্লির বিপক্ষেও হয়তো জিতে নিজেদের সেরাটা ধরে রাখতে চাইবে ছন্দে থাকা হায়দরাবাদ।

টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচে টানা হারের পর চলতি আইপিলের সবচেয়ে ধারাবাহিক দল হায়দরাবাদ। এরপর ব্যাক টু ব্যাক ম্যাচে হারতে হয়নি তাদের। এবার ১২ ম্যাচে শেষে আটটিতে জয় লাভ করে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষ স্থান দখলে নিয়েছে মুস্তাফিজ-ওয়ার্নার-ধাওয়ানরা। আইপিলের প্রতিটি ম্যাচেই ধারাবাহিকভাবে ভালো করছেন অধিনায়ক ওয়ার্নার। সম্প্রতি তাকে ভালোই সঙ্গ দিচ্ছেন দলটির অপর ওপেনার শিখর ধাওয়ান। এ ছাড়া ইনজুরি কাটিয়ে দলের ভরসা হয়ে উঠেছেন অলরাউন্ডার যুবরাজ সিং।

হায়দরাবাদের আজকের এই অবস্থানে আসার পেছনে সবচেয়ে কার্যকরী ভূমিকা রয়েছে দলটির বোলিং বিভাগের। ছন্দে থাকা আশিষ নেহরা ও ভুবনেশ্বর কুমারের সঙ্গে ভিন্ন মাত্রা যোগ করেছেন বাংলাদেশি বিস্ময় পেসার মুস্তাফিজুর রহমান। ব্যাটসম্যানদের জন্য ‘বিষাক্ত’ কাটার ছাড়াও বৈচিত্র্যময় বোলিংয়ে প্রতিপক্ষ ব্যাটসম্যানদের বোকা বানাতে পারেন তিনি।

তবে আজ দিল্লির ব্যাটসম্যানদের সামলাতে হবে হায়দরাবাদের দুই প্রশিক্ষিত পেসার ভুবনেশ্বর ও মুস্তাফিজকেই। কেননা গ্রেড ওয়ান হ্যামস্ট্রিং ইনজুরির কারণে আসর থেকে ছিটকে পড়েছেন দলটির অভিজ্ঞ পেসার আশিষ নেহরা। তাই বোলিং নিয়ে আজ নতুন করে পরিকল্পনা করতে হবে হায়দরাবাদ অধিনায়ক ডেভিড ওয়ার্নারকে।

 

Print Friendly, PDF & Email

Related Posts