‘সেক্স টেপ’ দিয়ে ব্ল্যাকমেইল, বেনজেমা গ্রেপ্তার

মেট্রো নিউজ : ফ্রান্সের জাতীয় দলের খেলোয়াড় মাথিউ ভালবুয়েনাকে ‘সেক্স টেপ’ দিয়ে ব্ল্যাকমেইল করার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য রিয়াল মাদ্রিদ স্ট্রাইকার করিম বেনজেমাকে গ্রেপ্তার করা হয়েছে। ফরাসি গণমাধ্যমের খবর অনুযায়ী, একটি সেক্স টেপ দেখিয়ে ভালবুয়েনাকে ব্ল্যাকমেইল করার পরিকল্পনা হচ্ছিল। ফরাসি পুলিশ ঘটনাটি তদন্ত করছে।

বুধবার স্থানীয় সময় সকাল নয়টার কিছুক্ষণ আগে ফ্রান্সের ভের্সাইয়ের পুলিশ স্টেশনে বেনজেমাকে আনা হয়। সরকারি আইনজীবীরা কেবল নিশ্চিত করেন, রিয়াল মাদ্রিদ তারকাকে শুধু জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

ফ্রান্সের সংবাদ মাধ্যম এএফপি জানায়, সেক্স টেপটি মোবাইল ফোনে ধারণ করা হয়েছিল।

গত জুলাইয়ের শেষ দিকে এ নিয়ে তদন্ত শুরু হয়। এই ঘটনায় সাবেক স্ট্রাইকার জিব্রিল সিসিকেও জিজ্ঞাসাবাদ করে পুলিশ। পরে তাকে ছেড়ে দেওয়া হয়।

বেনজেমার আইনজীবী সিলভাঁ কমিয়ে জানান, তদন্তের স্বার্থে যে কোনো সময় জিজ্ঞাসাবাদের জন্য প্রস্তুত আছেন এই খেলোয়াড়। তিনি দাবি করেন, ২০১১ সালে বেনজেমাও ব্ল্যাকমেইলিংয়ের শিকার হয়েছিলেন।

ফ্রান্সে ব্ল্যাকমেইল করার অপরাধে সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

Print Friendly, PDF & Email

Related Posts