রোববার ইডেন গার্ডেনসে কলকাতা জিতেছে ২২ রানে। স্বাগতিকদের ১৭১ রানের জবাবে হায়দরাবাদ করতে পারে ১৪৯ রান। দুই দলের হয়ে বাংলাদেশের দুই তারকা সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান নেন ১টি করে উইকেট। ৪ ওভারে মুস্তাফিজ দিয়েছেন ৩২ রান, সাকিব ৩৪।
সাকিব অবশ্য আবারও ব্যর্থ ব্যাট হাতে। শেষ দিকে নেমে ১০ বলে ৭ রান করে ক্যাচ দিয়েছেন ভুবনেশ্বর কুমারকে আকাশে তুলে। মুস্তাফিজের ৬ বল খেলে সাকিব করতে পেরেছেন ৪ রান।
টস হেরে ব্যাটিংয়ে নামা কলকাতা ৫৭ রানে হারায় ৩ উইকেট। চতুর্থ উইকেটে ইউসুফ পাঠান ও মনিশ পান্ডে ৮৭ রানের জুটি গড়েন ৮ ওভারে। ৩০ বলে ৪৮ রান করেন পান্ডে, ৩৪ বলে ৫২ রানে অপরাজিত থাকেন পাঠান।
প্রথম ২ ওভারে মুস্তাফিজ দিয়েছিলেন ২০ রান। তবে তিনি ফিরে আসেন শেষ ২ ওভারে। উইকেটটি অবশ্য পেয়েছেন বাজে এক বলে। ফুল টসে কাভারে ক্যাচ দেন জেসন হোল্ডার। নিজের শেষ ও ইনিংসের ১৯তম ওভারে মুস্তাফিজ দিয়েছেন মাত্র ৩ রান।
রান তাড়ায় সানরাইজার্স চতুর্থ ওভারেই হারায় ডেভিড ওয়ার্নারকে (১৮)। শিখর ধাওয়ানের ব্যাটে অবশ্য ভালোভাবেই এগিয়ে যাচ্ছিল তারা। কিন্তু ৩০ বলে ৫১ করে ধাওয়ানের বিদায়ের পর পথ হারায় দল।
মুস্তাফিজের মতো প্রথম ২ ওভারে সুবিধা করতে পারেননি সাকিবও; দেন ২৩ রান। পরের দুই ওভারে ফেরেন দারুণভাবে। চারে নেমে ২ ছক্কায় ম্যাচ জমিয়ে দেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন যুবরাজ সিং; তাকে ফিরিয়ে দেন সাকিব। ২৬ রানে ৩ উইকেট নেন সুনিল নারাইন।
কলকাতার জয়ে নিশ্চিত হয়ে গেল শেষ চারের তিন দল। দিল্লি ও বেঙ্গালুরুরের মধ্যে পরের ম্যাচে নিশ্চিত হবে চতুর্থ দলটি।