মেসি ছাড়িয়ে গেলেন কিংবদন্তি পেলেকেও

বিডিমেট্রোনিউজ ডেস্ক  শিরোপা জয়ের ক্ষেত্রে ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলেকে ছাড়িয়ে গেছেন বার্সেলোনার আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি।

শুধু তাই নয় শিরোপা জয়ের ক্ষেত্রে ইয়ুহান ক্রুইফ ও ম্যারাডোনার মত ফুটবলারকেও টপকে গেছেন পাঁচ বারের বর্ষসেরা ফুটবলার মেসি ।

রোববার সেভিয়াকে ২-০ গোলে হারিয়ে স্প্যানিশ কোপা ডেল রের শিরোপা জিতে লিওনেল মেসির বার্সেলোনা। পেলে তার সুদীর্ঘ ক্যারিয়ারে ২৯টি শিরোপা জয়ের রেকর্ড গড়েছিলেন। কোপা ডেল রের লাভের পর বর্তমানে মেসির শিরোপার সংখ্যা ৩০।

প্রসঙ্গত, কোপা ডেল রেতে লিওনেল মেসির এটি চতুর্থ শিরোপা। এ ছাড়া লা লিগার আটটি, স্প্যানিশ সুপার কাপের ছয়টি, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে চারটি, ইউরোপিয়ান সুপার কাপের তিনটি এবং ক্লাব বিশ্বকাপে তিনবার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন মেসি।

এছাড়া জাতীয় দলের হয়ে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ এবং অলিম্পিকে স্বর্ণপদক জয়েরও স্বাদ পান এ ফুটবল জাদুকর।

তবে একটি ক্ষেত্রে পেলের থেকে পিছিয়ে আছেন মেসি। পেলে তিনবার বিশ্বকাপ জয়ের কীর্তি গড়েছেন। কিন্তু এখন পর্যন্ত একবারও স্বপ্নের সেই শিরোপা ছুঁয়ে দেখা হয়নি মেসির।

 

 

Print Friendly, PDF & Email

Related Posts