বিডিমেট্রোনিউজ ডেস্ক॥ মাঠে খুব বেশি একটা আসেন না আর আলোচনার প্রাদপ্রদীপে থাকার খুব একটা আগ্রহও নেই আন্তলিন্না রোকুজ্জোর। গোটা পৃথিবীকে বিনোদিত করার কাজটি করেন মেসি আর আর সর্বকালের সেরা এই ফুটবলারের ঘরে সামলানোর কাজটি অতি নিপুণভাবে করে চলেছেন রোকুজ্জো। বছরের পর বছর মেসিকে অনুপ্রেরণা দিয়ে গেছেন তিনি।
গত রোববার মাঠে এসেছিলেন মেসিপত্নী। টানা দ্বিতীয়বারের মতো কোপা ডেল রে জিততে মাঠে লড়েছেন মেসি। লিওর দুর্দান্ত পারফর্ম এবং জর্দি আলবা আর নেইমারের গোলে ২-০তে জয় নিয়ে কোপার শিরোপা নিজেদের কাছেই রেখেছে বার্সা। খেলা শেষে মেসির কাছে ছুটে আসেন রোকুজ্জো। আর প্রিয়তমাকে কাছে পেয়ে আবেগে স্নেহচুম্বন করেন মেসি।
নির্ধারিত সময়ে গোলশুন্য থাকলে ম্যাচ পড়ায় অতিরিক্ত সময়ে। ৯৭তম মিনিটে মেসির পা থেকে বল পেয়ে গোল করে বার্সাকে এগিয়ে নেন আলবা। ১২১ মিনিট গোল করে বার্সার জয় নিশ্চিত করেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। এই গোলেও ছিল মেসির অবদান।