বিডিমেট্রোনিউজ॥ আগামী এক মাসের মধ্যে গণমাধ্যম কর্মীদের জন্য নবম ওয়েজ বোর্ড গঠন করার জন্য সাংবাদিক-শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ নেতৃবৃন্দ সরকারের প্রতি দাবি জানিয়েছেন। সোমবার জাতীয় প্রেসক্লাব চত্বরে গণমাধ্যম কর্মীদের এক মহাসমাবেশে এই দাবি জানানো হয়।
মহাসমাবেশে নেতৃবৃন্দ বলেন, সরকারি কর্মকর্তা, বিচারবিভাগ,আইন পরিষদসহ সরকারের বিভিন্ন স্তরে বেতন ভাতা বৃদ্ধির ফলে গণমাধ্যম কর্মীরা বেতন বৈষ্যমের শিকার হয়েছে। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা দ্বিগুণ বৃদ্ধির পর দ্রব্য মূল্যের উর্ধ্বগতির কারণে গণমাধ্যম কর্মীদের জীবন-যাত্রা অসহনীয় হয়ে ওঠেছে।
নেতৃবৃন্দ বিভিন্ন গণমাধ্যমে বকেয়া বেতন ভাতা পরিশোধ ও বোনাস প্রদান, চাকরিচ্যুত সাংবাদিকদের পাওনা টাকা পরিশোধ ও প্রতিটি গণমাধ্যমে কর্মরতদের চাকরির নিয়োগপত্র প্রদানেরও দাবি জানান।
মহাসমাবেশে প্রধান অতিথি উপস্থিত হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)’র সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল।
ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে)’র সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরীর সঞ্চালনায় মহাসমাবেশে বক্তব্য রাখেন বিএফইউজে’র মহাসচিব ওমর ফারুক, বিএফইউজে’র কোষাধ্যক্ষ মধুসুদন মন্ডল, ডিইউজে সভাপতি শাবান মাহমুদ, সহ-সভাপতি আতিকুর রহমান চৌধুরী, সাংবাদিক নেতা আজিজুল ইসলাম ভু্ইঁয়া ও আব্দুল জলিল ভূইয়া, ঢাকা রিপোর্টার্স ইউনিটি সাধারণ সম্পাদক রাজু আহমেদ, ডিইউজে সাংগঠনিক সম্পাদক মো.শাহজাহান মিয়া, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মফিজুর রহমান বাবু, জনকল্যাণ সম্পাদক উম্মুল ওয়ারা সুইটি, দফতর সম্পাদক মনিরুজ্জামান উজ্জ্বল, ডিইউজে কার্যনিবার্হী কমিটির সদস্য লিটন হায়দার, মাহমুদুর রহমান খোকন, নারী সাংবাদিক কেন্দ্রের সভাপতি নাসিমুন আরা মিনু, সিনিয়র সাংবাদিক কার্তিক চ্যাটার্জি, কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, বাংলাদেশ সংস্থা বাসস কর্মচারী ইউনিয়ন নেতা কামারুল হক, কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম, দীপক চন্দ্র রায়, প্রেস কর্মচারী ইউনিয়ন সিনিয়র সহসভাপতি গোলাম সারওয়ার আলম, ডিইউজের বিভিন্ন ইউনিট প্রধানদের মধ্যে ইত্তেফাকের সিটি এডিটর আবুল খায়ের, সংবাদের অজয় দাস গুপ্ত, বাসসের ইনামুল হক বাবুল, দৈনিক বর্তমানের শাহ নেওয়াজ দুলাল, দৈনিক ইনসানিয়াতের খোরশেদ আলম, দৈনিক ডেসটিনির মোস্তফা হোসেন চৌধুরী ও দৈনিক করতোয়ার সৈয়দ আহমেদ অটল প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে বিএফইউজের সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল বলেন, ওয়েজবোর্ড শুধু বেতন ভাতার বিষয় নয় এটি গণমাধ্যম কর্মীদের মর্যাদারও বিষয়। তিনি নবম ওয়েজবোর্ড ঘোষণার দাবি আদায়ে ডিইউজের প্রতিটি ইউনিটকে শক্তিশালি ভূমিকা রাখার ব্যাপারে সচেষ্ট হওয়ার আহবান জানান।
বিএফইউজের মহাসচিব ওমর ফারুক বলেন, আগামী এক মাসের মধ্যে নবম ওয়েজ বোর্ড ঘোষণা না করা হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। তিনি বিভিন্ন সময়ে সাংবাদিক হত্যকান্ডের দ্রুত বিচারও দাবি করেন।