বিকেএসপি’র সিরিজ জয়

বিডিমেট্রোনিউজ ডেস্ক এক ম্যাচ হাতে রেখেই বিকেএসপি নেপালের গ্রেট হিমালয়ান ক্রিকেট একাডেম‘র অনূর্ধ্ব ১৯ দলের বিরুদ্ধে সিরিজ নিশ্চিত করল । ৫ ম্যাচ সিরিজের ৪র্থ ম্যাচে ৭ উইকেটের বিশাল জয় পেয়েছে বিকেএসপি।

নেপালের একাডেমি দলটি টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় এবং ৩৯ ওভারে ৯৪ রানে অল আউট হয়ে যায় । সফরকারী দলের রোশন সর্বোচ্চ ৭০ বলে ৩৩ রান করেন ।

অপর দিকে বিকেএসপি’র জিদনি ৫.২ ওভারে ১৩ রানে ৪ উইকেট নিয়ে সফরকারী দলের ব্যাটিং লাইন আপে ধস নামান ।

পক্ষান্তরে বিকেএসপি ২১ ওভারে ৩ উইকেটে জয়ের লক্ষে পৌঁছে যায় । বিকেএসপি’র জিসান ৬৬ বলে ৪৯ রান করে অপরাজিত থাকেন। বিকেএসপি ৪ ম্যাচের মধ্যে ৩ টিতে জয়লাভ করে এবং ১টি বৃষ্টির করেনে পরিত্যাক্ত হয়।

বিকেএসপি দলের ম্যানেজারের দায়িত্বে ছিলেন আক্তার ইমাম সোহেল আনোয়ার ডিয়ার ও কোচের দায়িত্বে ছিলেন এস এম আসাদুল হক টুলটুল। নেপাল একডেমি দলের কোচ-কাম ম্যানেজার ছিলেন সুদীপ শরমা ।

আগামী ২৫ মে নিয়ম রক্ষার শেষ সীমিত ওভারের ম্যাচটি বিকেএসপি’র ২নং ক্রিকেট গ্রাউনেড অনুষ্ঠিত হবে ।

Print Friendly, PDF & Email

Related Posts