মেঘের রাজ্য রাঙামাটির ‘সাজেক’ পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণীয় স্থান। সাপ্তাহিক ছুটি ও বড় দিন মিলে টানা তিন দিনের বন্ধে সাজেকের সব কটেজ প্রায় শতভাগ বুকিং হয়ে গেছে।
দেশের বিভিন্ন স্থান থেকে পর্যটকরা অবসরে ছুটে আসছেন রাঙামাটিতে। পর্যটকদের জন্য মনোমুগ্ধকর কাপ্তাই হ্রদের প্রাকৃতিক সৌন্দর্য্য ছাড়াও পর্যটন কমপ্লেক্স এলাকায় হ্রদের ধারে দুই পাহাড়ের মাঝখানে স্থাপিত
আর্কষনীয় ঝুলন্ত সেতু, পুলিশ পলওয়েল পার্ক, ডিসি বাংলো, রাজবন বিহার, কিংবা আসামবস্তী-কাপ্তাই সড়কের বরগাঙ ও বেড়াইন্যা রিসোর্ট -সব স্থানেই পর্যটকদের ভিড়।
সাজেক হিল ভিউ রিসোর্টের মালিক ইন্দ্র চাকমা বলেন, আমাদের রিসোর্টে ২১ থেকে ২৮ তারিখ পর্যন্ত সব রুম অগ্রিম বুকিং হয়ে আছে। এখনো বুকিং জন্য অনেকে ফোন দিচ্ছে।
সাজেক কুড়েঘর রিসোর্টের ব্যবস্থাপক জোতেন ত্রিপুরা বলেন, আগামী ২ দিন সাজেকের কটেজগুলোতে প্রায় ৯০ ভাগ রুম বুকিং রয়েছে। তিনদিনের ছুটি পাওয়ায় সাজেকে পর্যটকদের আনাগোনা বেড়ে গেছে।
সাজেক রিসোর্ট মালিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি চাইথোয়াই অং চৌধুরী জয় বলেন, আমাদের এখানে ১১২টি রিসোর্ট রয়েছে। এগুলোতে ১৭শ থেকে ১৮শ পর্যটক থাকা সম্ভব। আমরা কোনো পর্যটককে নিরাশ করি না। তাই আশা করি, টানা এ ছুটিকে আমরা সামলে নিতে পারবো। পর্যটকদের স্বাগত জানাতে আমরা সার্বিকভাবে প্রস্তুত।
রাঙামাটি শহরের প্রাণকেন্দ্র বনরুপায় অবস্থিত হোটেল নীডস হিল ভিউর ম্যানেজার মো. রাসেল বলেন, আগামী দুইদিন আমাদের কোন রুম খালি নেই। তিনদিনের ছুটি পাওয়ায় টুরিস্টরা রাঙামাটিতে বেড়াতে আসছেন।
এদিকে, রাঙামাটি পর্যটন কমপ্লেক্সের ব্যবস্থাপক সৃজন বিকাশ বড়ুয়া বলেন, টানা সরকারি ছুটিতে রাঙামাটি পর্যটনের প্রায় ৯০ ভাগ রুম বুকিং রয়েছে।