ফ কি র ই লি য়া স এর  কবিতা

ভালুক বৃত্তান্ত

ভল্লুকের খেলা দেখাতে নগরে এসেছে
নতুন গাড়োয়ান। মাথায় পাগড়ি আর
শশ্রুমণ্ডিত আলখেল্লা দেখে পিছু ছুটছে
শিশুরা।
ঝুলোর ভেতর কি!
ঝুলোর ভেতর কি!
বলতে বলতে অনুসরণ করছে কয়েকটি
ভবঘুরে কুকুর।
.
একটি রুগ্ন বেড়াল বসে আছে পথে।
রাজাকারমুত্র গায়ে মেখে ঘাস খেতে
এসেছিল যে সদ্য-প্রবীণ ছাগল-
সে’ও মুখ লুকোচ্ছে ; নিজেকে আড়াল করে নিতে।
.
সার্কাস চলছে….
একটি টিকটিকি তাড়া করছে কাকগুলোকে।
গাড়োয়ান নিজেই বলছে আনমনে,
কে তোমায় ঈর্ষা করবে! তুমি তো বন্য সরীসৃপ
উৎসমূলে অন্ধকার ঢেলে,
                 . সাজো তস্কর,
       .   কেড়ে  নাও মানুষের দ্বীপ।

চূর্ণচয়নগুচ্ছ 

কাঁথা

প্রচণ্ড শীত এলেই,
আমি পেয়ে যাই
তোমার ভেতরে ঢুকে যাওয়ার
অবাধ অধিকার।
*

কম্পন

হাত না ধরলেও চলে,
কিংবা না ছুঁলেও ওষ্ঠ
তবু কাঁপতে কাঁপতেই
ভুলে যাই-
নাম ভুলানো শীতের এই কষ্ট!
*

আঁধার

জড়াজড়ি করে থাকি
দুপুরের এই আঁধার
তবু কেন বুকের
উত্তাপ বাড়ে না!
*

বিকল্প

শীতের বিকল্প
তোমার বুক,
মাটি হে!
আরেকবার পাঁজর খুলে দাও।
*

সিঁদুর

বহুদিন দেখিনি
আগুনের ওজন,
শীতের সিঁথিতে যে
লাল,
আমি তাকেই উৎসর্গ করে যাবো
আমার জলমহাল।
 
©#
Print Friendly, PDF & Email

Related Posts