শহীদ বীর উত্তম লে. আনোয়ার গার্লস কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

জ.ই বুলবুল: শহীদ বীর উত্তম লে. আনোয়ার গার্লস কলেজে দু’দিন ব্যাপী আয়োজিত আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান ঢাকা সেনানিবাস কলেজ প্রাঙ্গণে শেষ হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ব্রিগেডিয়ার  জেনারেল ফেরদৌস হাসান সেলিম কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ করেন।
মঙ্গলবার (২৪ জানুয়ারি) সমাপনী দিনে প্রধান অতিথি ছিলেন লজিস্টিক এরিয়া কমান্ডার  ও কলেজের প্রধান পৃষ্ঠপোষক মেজর জেনারেল মো. জহিরুল ইসলাম। সম্মানীত বিশেষ অতিথি হিসেবে বিজয়ীদের পুরস্কৃত করেন মিসেস আসমা সুলতানা।
স্বাগত বক্তব্য রাখেন অধ্যহ্ম কর্নেল মো. মোজাহিদুল ইসলাম।
প্রতিযোগিতায় হাউস ভিওিক অর্জন– ১৭৬ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ান বেগম রোকেয়া হাউস। ১৭১ পয়েন্ট পেয়ে রানার আপ নওয়াব ফয়জুন্নেসা হাউস। ব্যক্তিগত পর্যায়ে অর্জন – চ্যাম্পিয়ন রিফাহ তাসনিয়া (০৬ পয়েন্ট)  কলেজ শাখা।
অনুষ্ঠানে মহান মুক্তিযুদ্ধে শহীদ বীর উত্তম লে. আনোয়ারের পরিবারের সদস্য তার বোন এবং ছোট ভাই সস্ত্রীক উপস্থিত ছিলেন। কলেজের পক্ষ থেকে তাদের সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে উর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তা, স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
Print Friendly, PDF & Email

Related Posts