ইফতিখার আহমেদ ও ওয়াহাব রিয়াজ, কদিন আগেও বিপিএলে খেলেছেন তারা। বরিশালের ইফতিখার ও খুলনার রিয়াজ এখন পিএসএল খেলতে পাড়ি জমিয়েছেন নিজ দেশ পাকিস্তানে। সেখানেই টুর্নামেন্টের প্রদর্শনী ম্যাচে রিয়াজের এক ওভারে ৬ ছক্কা হাঁকিয়েছেন ইফতি।
পিএসএলকে সামনে রেখে মুখোমুখি হয়েছে ইফতিখারের কোয়েটা গ্ল্যাডিয়েটর্স ও রিয়াজের পেশোয়ার জালমি। কোয়েটার ইনিংসে ১৯তম ওভার করতে আসেন রিয়াজ। সেই ওভারে সব কটি বলেই ছক্কা হাঁকান বরিশালের হয়ে দারুণ ফর্মে থাকা ইফতি। প্রথম বলেই ফ্লিকটাইপ শটে বল মাঠছাড়া করেন তিনি। রিয়াজ দ্বিতীয় বলটি করেন শর্ট লেন্থে। সেই বলে উড়িয়ে ব্যাট চালিয়ে ছক্কা পান তিনি। পরের চারটি বলেও ফল একই।
ইফতিখারের ৬ ছক্কা শেষে নির্ধারিত ওভার শেষে ১৮৪ রানের সংগ্রহ পেয়েছে কোয়েটা। ইফতি ৫০ বলে করেন ৯৪ রান।
প্রসঙ্গত, পিএসএলের এবারের আসর শুরু হবে ১৩ ফেব্রুয়ারি। টুর্নামেন্টে কোয়েটা ও জালমি ছাড়াও আরও চারটি দল অংশগ্রহণ করছে। অন্য চারটি দল হলো: করাচি কিংস, মুলতান সুলতান্স, লাহোর কালান্দার্স ও ইসলামাবাদ ইউনাইটেড।