চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি) বাংলার ঢাকা ব্যুরো অফিসে রোববার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আনন্দঘন পরিবেশে উদযাপিত হয় চীনের ঐতিহ্যবাহী লণ্ঠন উৎসব।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইন্সটিটিউটের পরিচালক অধ্যাপক ইয়াং হুই এবং শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির কনফুসিয়াস ক্লাসরুমের পরিচালক অধ্যাপক চাং সিসহ দুটি প্রতিষ্ঠানের চীনা ও বাঙালি শিক্ষকরা এ অনুষ্ঠানে অংশ নেন।
চীন ও বাংলাদেশের মধ্যকার বন্ধুত্ব গভীর করতে সাংস্কৃতিক বিনিময়ের গুরুত্ব তুলে ধরে কনফুসিয়াস ইন্সটিটিউট ও ক্লাসরুমের শিক্ষকরা এ ব্যাপারে সিএমজি বাংলার সঙ্গে সহযোগিতা করার অভিপ্রায় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বেইজিং থেকে যুক্ত হয়ে বিশেষ বক্তব্য রাখেন চায়না মিডিয়া গ্রুপের বাংলা বিভাগের প্রধান ইয়ু কুয়াং ইউয়ে আনন্দী।
অনুষ্ঠানে অতিথিরা চীনের ঐতিহ্যবাহী ক্যালিগ্রাফি আঁকেন, লণ্ঠন উৎসবের বিশেষ ধাঁধায় অংশ নেন এবং চীনা গান পরিবেশন করেন। অনুষ্ঠান শেষে স্থানীয় একটি রেস্টুরেন্টে লণ্ঠন উৎসবের বিশেষ খাবার ইউয়ান সিয়াও বা থাং ইউয়ান এবং চিয়াও জি বা ডাম্পলিং তৈরি করেন অতিথি এবং সিএমজি বাংলার সংবাদকর্মীরা।
সবশেষে লণ্ঠন উৎসবের ঐতিহ্যবাহী ডিনার উপভোগ করেন সবাই।
সূত্র: শান্তা মারিয়া