নবীনগরে প্রথম নারী ব্যারিস্টার তমা, বিভিন্ন মহলের অভিনন্দন

জ.ই বুলবুল: শিক্ষা-সংস্কৃতি ও ঐতিহ্যে খ্যাত ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার প্রথম নারী ব্যারিস্টার হলেন ইফফাত সুলতানা তমা।

বাবার ইচ্ছেতে ব্যারিস্টার হওয়ার স্বপ্ন নিয়ে ইউনিভার্সিটি অব লন্ডনের অধীনে আইনে ভর্তি হন। সেখান থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করে ব্যারিস্টার হওয়ার স্বপ্নপুরণ করেন ইফফাত সুলতানা তমা।

তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর পৌর এলাকার ভোলাচং গ্রামে।

বাবা হাবিবুর রহমান খায়ের ও মা আইনুন নাহার দম্পতির দুই মেয়ের মধ্যে ইফফাত সুলতানা তমা সবার ছোট। নবীনগর কল্লোল কিন্ডার গার্ডেন থেকে ট্যালেন্টপুলে বৃত্তি লাভসহ উত্তরা রাজউক স্কুল এন্ড কলেজ থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকেও গোল্ডেন জিপিএ-৫ পেয়ে উর্ত্তীণ হন তিনি। পরবর্তীতে উচ্চতর শিক্ষালাভের আশায় ব্যারিস্টারি পড়তে পাড়ি জমান লন্ডনে।

তমার বাবা হাবিবুর রহমান খায়ের মেয়ের এই সাফল্যে বেশ গর্বিত। মেয়ের সুন্দর জীবন ও আইনি পেশায় দেশ ও দশের সেবায় নিয়োজিত থাকতে দেশবাসীর কাছে দোয়া ও আশীর্বাদ কামনা করেন তিনি। তার এ গৌরব অর্জনে নবীনগরের সুশীল সমাজের লোকজন অভিনন্দন জানিয়েছেন।

Print Friendly, PDF & Email

Related Posts