মাতৃভাষা দিবস উপলক্ষে (বিআইএ)’র রচনা ও চিত্রাংকন প্রতিযোগীতা অনুষ্ঠিত

 জ.ই বুলবুল: অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ,বাংলাদেশ ইনসিওরেন্স একাডেমী (বিআইএ) কৃর্তক শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা উপলক্ষ্যে ১৯ ফেব্রুয়ারী রোববার দুপুরে তাদের নিজস্ব সেমিনার হলে শিশুদের চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন প্রতিস্ঠানটির পরিচালক এস,এম ইব্রাহিম হোসাইন(ACII)। অনুস্ঠানে বক্তব্য সহ ও উক্ত প্রতিযোগিতায় বিচারক হিসেবে নিম্নোক্ত কর্মকর্তাদের মনোনীত ছিলেন-অনুষদ সদস্য -(১) এ.এইচ.এম নাজমুছ শাহাদাৎ,সচিব মো:নজরুল ইসলাম,ফ্যাকাল্টি মেম্বার -২ মো:আবুল কালাম আজাদ, ইন্সট্রাক্টর অপর্ণা সাহা, পিআরও মো: মিরাজ হোসেন, ইন্সট্রাক্টর মো: হুমায়ুন কবীর, হিসাবরক্ষণ কর্মকর্তা মো. নাজমুল হক লাইব্রেরীয়ান মিজ ইসরাত আরা বানু, ইন্সট্রাক্টর মো: রায়হানুল আবেদীন, মো: হুমায়ুন কবীর, সহকারী প্রোগ্রামার।

অনুন্ঠান সহায়তা কারীদের মধ্যে ছিলেন, মো:ফরমান আলী, মো:মহিউদ্দিন, মীর আব্দুল করিম,জুয়েল আকন্দ,মো: মনিরুজ্জামান,মোহাম্মদ জহিরুল হক, শামসুন্নাহার বেগম, রবিউল ইসলাম, মো: শরীফ, গাজিউর রহমান, আব্দুল মজিদ, মো: আক্তার হোসেন, শিল্পী বেগম, হিরো শেখ, শ্রী মানিক দাস প্রমুখ।

শিশুদের মুজিব কর্নার পরিদর্শন শেষে উল্লেখিত প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের যথাযথ মূল্যায়ন পূর্বক কর্তৃপক্ষের নিকট দাখিল করেন। মোট ৩ টি গ্রুপের মধ্যে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা গ্রুপ-‘ক’ (শ্রেণি: ১ম হতে ৩য়) গ্রুপ-‘খ’ (শ্রেণি: ৪র্থ হতে ৫ম) গ্রুপ-‘গ’ (শ্রেণি: ৬ষ্ঠ হতে ৮ম)।

পরে বিভিন্ন গ্রুপের ভেতরে বিজয়ীদের মধ্যে খেকে পুরস্কার তুলে দেন পরিচালক এস.এম ইব্রাহিম হোসাইন (এসিআইআই)।

শহিদ বীর উওম লেঃ আনোয়ার গার্লস কলেজ এর নবম শ্রেণির, (রজনী গন্ধা)র মাহজাবিন তাবাসসুমসহ বিএএফ শাহীন কলেজ, বনানী বিদ্যানিকেত স্কুল, আদমজী ক্যান্ট স্কুল, টি এন্ড টি আদর্শ উচ্চ বিদ্যালয় ছাত্র -ছাত্রীরা বিভিন্ন বিষয়ে পুরস্কার গ্রহণ করেন।

এ সময় শতাধিক শিশুদের মিলন মেলায় ভরে উঠে একাডেমির প্রাঙ্গণ।

Print Friendly

Related Posts